Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আমির খানকে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলা হয়। নিজের অভিনয় দক্ষতায় গত পাঁচ দশকের বেশি সময় ধরে সকলের মন জয় করছেন তিনি। কোনও চরিত্রে অভিনয় করার জন্য যে কোনও সীমা পর্যন্ত যান অভিনেতা। ‘গুলাম’ ও ‘রাখ’ ছবির শ্যুটিংয়ের সময়, অভিনেতা টানা ১২ দিন ধরে স্নান করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, “আমি একবার নয়, দু’বার এটি করেছি। ‘গুলাম’ ও ‘রাখ’ ছবির সময় আমি স্নান করিনি।”
এরকম কাজ করার কারণও জানিয়েছেন আমির। তিনি বলেন, “রাখ ছবির শ্যুটিংয়ের সময় আমি স্নান করিনি কারণ, আমার চরিত্রটি বাড়ি ছেড়ে রাস্তায় বাস করত। আমি বাস্তবতা অনুভব করতে চেয়েছিলাম। চরিত্রে বাস্তব দেখতে, একজন ব্যক্তি রাস্তায় আসার পর কেমন দেখাবে তার প্রকৃতি অনুসারে আমি স্নান করা এড়িয়ে গিয়েছিলাম।”
আরও পড়ুন:- পিঁপড়ে ধরায় পাকরাও ২ তরুণ, এখন হয় জরিমানা নয় কারাবাস
তিনি আরও বলেন, “গুলাম-র সময় ছবির ক্লাইম্যাক্সে একটি দীর্ঘ অ্যাকশন দৃশ্য ছিল। যেখানে আমায় খুব মারধর করা হয়েছিল। দৃশ্যে আমার আঘাত বাড়তে থাকে। প্রতিদিন শ্যুটিংয়ের পর যদি স্নান করতাম, তাহলে দৃশ্যের ধারাবাহিকতা নষ্ট হয়ে যেত। সেই লুক ধরে রাখার জন্য, আমি ২ সপ্তাহ স্নান না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। যদি প্রতিদিন স্নান করতাম, তাহলে আমায় সতেজ দেখাত।”
প্রসঙ্গত, আমির খানকে শীঘ্রই ‘সিতারে জমিন পর’ ছবিতে দেখা যাবে। ছবিটি আগামী ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এই ছবি ছাড়াও, আমিরের অন্য একটি ছবি হাতে রয়েছে। তা হল ‘মহাভারত’। আমির গত কয়েক মাস ধরে এই ছবির জন্য শিরোনামে রয়েছেন। ‘মহাভারত’ ছবি প্রসঙ্গে আমির বলেন যে, এটা অভিনেতার স্বপ্নের প্রোজেক্ট। যদি তিনি ভগবান কৃষ্ণের ভূমিকায় অভিনয় করার সুযোগ পান, তাহলে করবেন। আমির খান একই সঙ্গে একাধিক পরিচালকের সঙ্গে কাজ করবেন এই ছবিতে।
আরও পড়ুন:- এই গরমে বাড়ির রেফ্রিজারেটর ভাল রাখতে কী করবেন? কী করবেন না? নিয়মগুলি জেনে নিন