চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদে ধুন্ধুমার, পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : সম্প্রতি বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের বলপ্রয়োগ এবং পরবর্তী ঘটনাবলী পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের মধ্যে গভীর উদ্বেগ ও আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনায় আন্দোলনকারী শিক্ষকদের একাংশ গুরুতর আহত হয়েছেন, এবং পরিস্থিতি আরও জটিল হয়েছে যখন পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধেই একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে।

আরও পড়ুন : বাজারে আসছে নয়া ২০ টাকার নোট ! আগের গুলো কি বাতিল হচ্ছে ?

মূল ঘটনা ও অভিযোগসমূহ:

বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, প্রতিবাদী চাকরিহারা শিক্ষকরা যখন বিকাশ ভবনের সামনে তাঁদের দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছিলেন, সেই সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। অভিযোগ উঠেছে, পুলিশ লাঠিচার্জ করে এবং শক্তি প্রয়োগ করে, যার ফলে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। শিক্ষকদের মাথা ফেটে যাওয়া, চোখে আঘাত লাগা এবং পা ভেঙে যাওয়ার মতো গুরুতর ঘটনা ঘটেছে।

ঘটনার সূত্রে এক তৃণমূল কংগ্রেস নেতার নামও উঠে এসেছে। অভিযোগ, উক্ত নেতা ও তাঁর অনুগামীরা হেলমেট পরিহিত অবস্থায় শিক্ষকদের ওপর চড়াও হন এবং মারধর করেন। এমনকি, সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও হেনস্থা করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।

এর বিপরীতে, পুলিশ কর্তৃপক্ষ আন্দোলনকারী ১৭ জন শিক্ষকের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মচারীদের কাজে বাধা দান, হুমকি এবং পুলিশের ওপর হামলার মতো ১৫টি বিভিন্ন জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। অভিযুক্ত শিক্ষকদের ২১শে মের মধ্যে বিধাননগর পূর্ব থানায় হাজিরা দেওয়ার জন্য ভারতীয় ন্যায় সংহিতার ৩৫(৩) ধারায় নোটিশও জারি করা হয়েছে, অন্যথায় তাঁদের ৩৫(৩)(বি) ধারায় গ্রেপ্তার করা হতে পারে বলে জানানো হয়েছে।

আন্দোলনকারী শিক্ষকদের পক্ষ থেকে সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের বক্তব্য, তাঁরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন এবং কোনওরকম ভাঙচুরের ঘটনা ঘটেনি। গেটের ক্ষতি হয়ে থাকলে তা ভেতরে প্রবেশের সময় ধাক্কাধাক্কিতে অনিচ্ছাকৃতভাবে হতে পারে বলে তাঁরা দাবি করেন এবং পুলিশের কাছে এর সপক্ষে প্রমাণ বা ফুটেজ পেশ করার আহ্বান জানান।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন