চার ভাগে বিভক্ত হত পাকিস্তান ! হুঙ্কার রাজনাথ সিংয়ের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : অপারেশন সিঁদুর’-এ অংশ নিয়েছিল ভারতের তিন সশস্ত্র বাহিনীই। তবে সেনা ও বিমানবাহিনীর মতো সোচ্চার ভাবে অংশ নিতে দেখা যায়নি নৌসেনাকে। পাকিস্তানের মাটিতে হামলা না করলেও, আরব সাগরে তাদের উপস্থিতিই পাকিস্তানি নৌবাহিনীকে মাকরান উপকূলের বাইরে বের হতে দেয়নি।

আরও পড়ুন : বিমানঘাঁটি লক্ষ্য করে ব্রহ্মস ছুড়েছিল ভারত, মানলেন শরিফ

কিন্তু, নৌবাহিনীও যদি আক্রমণ করত পাকিস্তানে? কী ঘটত তা হলে? প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের দাবি, সেই ক্ষেত্রে ১৯৭১ সালের যুদ্ধের থেকেও খারাপ পরিণতি হতো পাকিস্তানের। শুক্রবার, গোয়ার পানাজি উপকূলে ভারতের প্রথম দেশীয় ভাবে তৈরি এয়ার ক্যারিয়ার অর্থাৎ বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’-এ সওয়ার হন প্রতিরক্ষামন্ত্রী। সেখান থেকেই তিনি পাকিস্তানকে ভারতীয় নৌবাহিনীর শক্তি সম্পর্কে সতর্ক করেন।

তিনি বলেন, ‘১৯৭১ সালে যখন ভারতীয় নৌবাহিনী যুদ্ধে অংশ নিয়েছিল, পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। যদি অপারেশন সিঁদুরে যুদ্ধে নামত ভারতীয় নৌবাহিনী, তা হলে পাকিস্তান শুধু দুটি ভাগেই বিভক্ত হতো না, আমার মতে তারা চার ভাগে বিভক্ত হতো।’

আরও পড়ুন : আগে নেওয়া ভ্যাকসিন কি নতুন করোনা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর? জানুন

আরও পড়ুন : ১ জুন থেকে ৭ নিয়মে বড় বদল, পকেটে পড়বে চাপ । বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন