Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতোই চালু হল Lado Lakshmi Yojana. এই প্রকল্পের হাত ধরে ফের উপকৃত হতে চলেছেন মহিলারা। বাংলার সরকারের লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) নামক যোজনায় যারা উপভোক্তা, তাঁরা মাসে ১০০০ ও ১২০০ টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। আর এবার নতুন প্রকল্পটিতে প্রায় দ্বিগুণ টাকা অর্থাৎ ২১০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন মহিলারা।
আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন
Lado Lakshmi Yojana Scheme 2025
সামনেই অক্ষয় তৃতীয়া। আর তার আগেই দারুন চমক দিল রাজ্য সরকার। কারণ এবার মহিলাদের জন্য চমকপ্রদ ঘোষণা করা হল। সকল মহিলাদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তুলতে নতুন এক প্রকল্পের ঘোষণা করা হল।
বিগত বছরগুলিতে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্যের সরকার নানা রকম প্রকল্প চালাচ্ছে। আর সেই সকল প্রকল্প আর্থিকভাবে সহায়তা করছে এই রাজ্যের মহিলাদের। এবার রাজ্য সরকার যেই প্রতিমাসে মহিলা দের ২১০০ টাকা করে দেওয়ার ঘোষণা করল, তাতেই তাঁদের মুখের হাসি আরও চওড়া হলো।
কবে থেকে চালু হচ্ছে এই প্রকল্প?
পশ্চিমবঙ্গ সরকার তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেই রেখেছে। তবে লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে হরিয়ানা সরকার এনেছে লাডো লক্ষ্মী যোজনা (Lado Lakshmi Yojana) নামক নতুন প্রকল্পটি। আসলে হরিয়ানা রাজ্যের সরকার যারা অর্থনৈতিক ভাবে দুর্বল, অভাবী ও দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী মহিলা, তাঁদের জন্য এই লাডো লক্ষ্মী যোজনা চালু করতে চলেছে। মূলত সুবিধা পাবেন তাঁরাই।