Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতীয় দুই যুবককে অপহরণ করল বাংলাদেশি দুষ্কৃতীরা ৷ শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের অনন্তপুর গ্রামে ৷ জানা গিয়েছে, কাঁটাতারের ওপারে ভারতীয় ভূ-খণ্ডে চাষের জমিতে জল দিতে গিয়েছিলেন তাঁরা ৷ সেই সময় তাঁদের হাত-পা ও মুখ বেঁধে তুলে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা ৷
অপহৃত দুই যুবকের নাম ফিলিপ সোরেন (34) এবং অবিনাশ টুডু (23) ৷ স্থানীয় সূত্রে খবর, জমিতে সেচের কাজ করার পর, বিশ্রাম নিচ্ছিলেন তাঁরা ৷ সেই সময় অতর্কিতে হামলা চালায় বাংলাদেশি দুষ্কৃতীরা ৷ খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই পড়ে ৷ ফিলিপ এবং অবিনাশকে ছাড়িয়ে আনার দাবিতে তাঁদের পরিবার এবং গ্রামবাসীরা বিএসএফের কাছে আবেদন জানিয়েছেন ৷
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার দুপুরে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সীমান্ত থেকে আটক করে বিএসএফের বাহিনী ৷ ধৃতেরা হলেন, এনামুল হক এবং মাসুদ রানা ৷ অভিযোগ, সেই রাগেই ফিলিপ এবং অবিনাশকে অপহরণ করা হয়েছে ৷ দুই যুবকের অভিযোগের ভিত্তিতে বিএসএফ স্থানীয় প্রশাসনের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি’র সঙ্গে ফ্ল্যাগ মিটিং করছে ৷ ইতিমধ্যে, কয়েকবার বিজিবি-র সঙ্গে আলোচনায় বসেছেন বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আধিকারিকরা ৷
এ নিয়ে অবিনাশ টুডুর স্ত্রী হীরামণি বেসরা বলেন, “আমি বিএসএফ ক্যাম্পে গিয়েছিলাম ৷ ওখানে কথা হয়েছে ৷ আমার স্বামীকে বাংলাদেশি দুষ্কৃতীরা তুলে নিয়ে গিয়েছে ৷ ওপারে চাষের জমি সেচতে গিয়েছিল ৷ বলেছে ওদের লোকদের না-ছাড়লে, আমার স্বামীকে ছাড়বে না ৷ ওরা (বিএসএফ-বিজিবি) মিটিং করেছে ৷ আমরা খুব চিন্তায় আছি ৷ বিএসএফ-কে অনুরোধ আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসুক ৷”
ফিলিপ সোরেন ও অবিনাশ টুডুর অপহরণে চিন্তিত তাঁদের পরিজনরা ৷
এ নিয়ে গ্রামবাসী দীনেশ টুডু বলেন, “ওরা নিজেদের জমিতে জল দিতে গিয়েছিল ৷ তখনই চারজন বাংলাদেশি দুষ্কৃতী ওদের তুলে নিয়ে যায় ৷ আমরা খুবই আতঙ্কে আছি ৷ কীভাবে নিজেদের জমিতে চাষ করব ৷ আমরা রাতেই ক্যাম্পে গিয়েছিলাম ৷ সেখানে সব ঘটনা জানাই ৷ বিএসএফ জানিয়েছে, খুব তাড়াতাড়ি ওদের ছাড়িয়ে আনা হবে ৷”
পুরো বিষয়টি নিয়ে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, “ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে জিরো পয়েন্টে রয়েছে অনন্তপুর গ্রামের বাসিন্দাদের জমি ৷ প্রতিদিনের মতো এ দিনও কাঁটাতারের ওপারে ভারতীয় সীমান্তে জমিতে সেচের কাজে গিয়েছিলেন অনন্তপুর গ্রামের দুই যুবক ফিলিপ সোরেন ও অবিনাশ টুডু ৷ জমিতে জল দেওয়ার পর ভারতীয় সীমান্তেই গাছের তলায় শুয়ে ছিলেন তাঁরা ৷ সেই সময় বাংলাদেশি দুষ্কৃতীরা মুখ বেঁধে তুলে নিয়ে যায় ৷ আমরা দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে অনন্তপুর বিএসএফ ক্যাম্পের সঙ্গে কথা বলেছি এবং খুব তাড়াতাড়ি যেন তাঁদের ফিরিয়ে আনা যায়, সেই ব্যবস্থা করছি ৷”
আরও পড়ুন:- পরমাণু বোমা নিয়ে মিথ্যা তথ্য,পাকিস্তানের ঢোল ফেটে গেল। জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:- এবার ChatGPT-তেই হবে শপিং! কিভাবে ? জানতে বিস্তারিত পড়ুন