চিনা ও বাংলাদেশি কাপড় বিক্রি করলেই বিপুল টাকা ফাইন, বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  চিন ও বাংলাদেশে তৈরি পোশাক বিক্রি করলে দোকানদারদের ১.১১ লক্ষ টাকা জরিমানা দিতে হবে—এমনই কড়া সিদ্ধান্ত ঘোষণা করল ইন্দোরের একটি পোশাক ব্যবসায়ী সংগঠন। শহরের খুচরো পোশাক ব্যবসায়ীদের এই সংগঠনের মতে, বিদেশি বিশেষত চিন ও বাংলাদেশি পণ্যের বিক্রি ভারতীয় স্বার্থের পরিপন্থী।

সংগঠনের সভাপতি অক্ষয় জৈন জানান, ‘আমরা মনে করি, চিন ও বাংলাদেশে তৈরি পোশাক বিক্রি করলে তা ভারতের আর্থিক স্বার্থ ও স্বনির্ভর ভারত অভিযানের বিরুদ্ধে যায়। তাই সংগঠনের কোনও সদস্য যদি এই দুই দেশের পোশাক বিক্রি করতে দেখা যায়, তবে তাকে ১.১১ লক্ষ টাকা জরিমানা গুণতে হবে।’

আরও পড়ুন:- আগামী এক বছরে কতটা বাড়বে সেনসেক্স? মরগ্যান স্ট্যানলির রিপোর্টে কি বলছে জেনে নিন

জরিমানার অর্থ সরাসরি কেন্দ্রীয় সরকারের সেনা তহবিলে জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন জৈন। তাঁর দাবি, ইতিমধ্যেই শহরের প্রায় ৬০০ জন পোশাক ব্যবসায়ী এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন এবং চিন-বাংলাদেশের তৈরি পোশাক বিক্রি না করার অঙ্গীকার করেছেন।

এই সিদ্ধান্তে ইন্দোরে পোশাক শিল্পে এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলেই মনে করছেন ব্যবসায়ী মহলের একাংশ। তবে এই পদক্ষেপের বিরুদ্ধে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও বিরোধিতা শোনা যায়নি।

বিশেষজ্ঞদের একাংশের মতে, এটি একটি আত্মনির্ভর ভারতের পথে ছোট কিন্তু প্রতীকী পদক্ষেপ হতে পারে। তবে একইসঙ্গে তারা মনে করছেন, বাজারে প্রতিযোগিতার বাস্তবতাও মাথায় রাখতে হবে, যাতে সাধারণ ক্রেতারা প্রয়োজনীয় পোশাক সহজে ও সুলভে পেতে পারেন।

আরও পড়ুন:- আমের রাজা হিমসাগর, আসল হিমসাগর কীভাবে চিনবেন? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন