Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহানের আশঙ্কা, চিন-পাকিস্তান এবং বাংলাদেশের জোট তৈরি হলে তা জাতীয় সুরক্ষার জন্য বিপজ্জনক হতে পারে।
CDS-এর বক্তব্য, ‘বর্তমানে বিশ্বের পরিস্থিতি অত্যন্ত অস্থির। পুরনো ব্যবস্থাপনা থেকে বিশ্বের সমস্ত দেশগুলিই আধুনিকতার পথে পা বাড়িয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকার ভূমিকাও অনেক জটিলতা তৈরি করেছে। মজুবুত অর্থব্যবস্থা প্রতিটা দেশের শক্তির পরিচয়। আর্থিক এবং বাণিজ্যিক সুরক্ষাও রাষ্ট্রের সুরক্ষার গুরুত্বপূর্ণ অংশ। স্থায়ী উন্নতির জন্য প্রয়োজন মজবুত অর্থব্যবস্থা। বাইরের প্রভাব থেকে সুরক্ষিত থাকা তখনই সম্ভব যখন দেশের অভ্যন্তরীণ স্থিতি মজবুত থাকবে, আর্থিক ব্যবস্থা স্থিতিশীল হবে।’
সামাজিক এবং অভ্যন্তরীণ সুরক্ষার গুরুত্ব
জেনারেল অনিল চৌহান বলেন, ‘ভারতের মতো বৈচিত্রপূর্ণ দেশে সামাজিক সুরক্ষার বিষয়টি হাল্কা ভাবে নেওয়া সম্ভব নয়। আমাদের দেশ বহু ভাষাভাষী, বহু ধর্মীয় এবং বহু জাতির দেশ। সামাজিক একতা রাখা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভ্যন্তরীণ ভাবে দুর্বল হলে বাইরে থেকে আক্রমণ করা অনেক সহজ হবে।’
আরও পড়ুন:- দুবাইতে স্থায়ীভাবে বসবাস অনেকটাই সহজ হয়ে গেল! কি সুবিধা ঘোষণা করল UAE সরকার ? জানুন
চিন-বাংলাদেশ-পাকিস্তানের জোট নিয়ে সতর্কতা
জেনারেল অনিল চৌহানের মতে, চিন-পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যদি কোনও রকমের রণনীতিক সহযোগিতা তৈরি হয় তাহলে সেটার প্রভাব পড়বে ভারতের সুরক্ষা ব্যবস্থার উপর। তাঁর কথায়, ‘এই ৩ দেশের জোট ভারতের কাছে চ্যালেঞ্জ হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির এবং সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বর্তমানে ভারতে আশ্রিত। সেক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হতে উঠতে পারে।’
অপারেশন সিঁদুর বদলে দিয়েছে যুদ্ধের সংজ্ঞা
CDS মে মাসের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, ‘একটা সময় ছিল যখন পরমাণু শক্তিধর ভারত এবং পাকিস্তানের সেনা সরাসরি যুদ্ধ করত। এবারের সংঘর্ষে ভারত পাকিস্তানের পরমাণু হুঁশিয়ারিগুলিকে ভুল প্রমাণিত করে দিয়েছে। গোটা দুনিয়ার জন্য এটি একটি শিক্ষা। পরমাণু হামলার ভয় দেখিয়ে কোনও দেশ যুদ্ধ জিততে পারবে না।’
আগামী চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি
CDS আরও বলেন, ‘যুদ্ধের ধরণ এখন বদলে গিয়েছে। কেবল সীমান্তপারে যুদ্ধ আর হয় না। সাইবার হামলা, ইলেকট্রনিক হাতিয়ার, ড্রোন, মিসাইল এবং হাইপারসনিক অস্ত্রের মাধ্যমেও লড়াই হয়। তবে এগুলোর থেকে সম্পূর্ণ রক্ষা পাওয়ার কোনও পদ্ধতি গোটা বিশ্বের কারও কাছেই নেই এখনও পর্যন্ত। ফলে ভারতকে প্রস্তুতি শুরু করে দিতে হবে আগামী চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য।’
আরও পড়ুন:- পোষা কুকুর বা বিড়াল আঁচড়ালেও কি ইনজেকশন নিতে হবে ? জেনে রাখা জরুরি