Bangla News Dunia , দীনেশ দেব :- আমেরিকা , জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার তৈরি কোয়াড গোষ্ঠীতে যোগ দিলে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলো চীন। এবার চীনের হুঁশিয়ারির জবাব দিলো বাংলাদেশ। চীনের হুঁশিয়ারির জবাবে এই দিন বাংলাদেশের বিদেশ মন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন , আমরা একটি স্বাধীন দেশ। আমাদের বিদেশনীতি আমরা নিজেরাই নির্ধারিত করতে পারবো। দেশের মঙ্গলের জন্য আমরা কি কাজ করবো না করবো , আমাদের মৌলিক অবস্থানের ভিত্তিতে আমরা সেই সিদ্ধান্ত নেবো।
আরো পড়ুন :- ‘জৈব অস্ত্র’ হিসাবে করোনা ভাইরাস তৈরি করেছে চীন ! সামনে আসলো বিস্ফোরক তথ্য
তিনি আরো বলেন , এই কোয়াড গোষ্ঠীর তরফ থেকে আমাদের কাছে কোনো অনুরোধ আসেনি। তাই এটা নিয়ে বাড়তি কথার কোনো দরকার নেই। তিনি আরো বলে যে , চীন অন্যের বিষয়ে খুব একটা মাথা ঘামায় না। এর আগে চীনের তরফ থেকে এই রকম উগ্র কথা কউকে বলতে শুনিনি। এটা খুবই দুঃখ জনক। আমরা কি করবো না করবো , সেটা আরেক জন বড় করে বলছেন। .তিনি বলেন বাংলাদেশের মঙ্গলের জন্য যেটা করার দরকার সেটা করা হবে। তিনি আরো বলেন , চীনের কাছ থেকে এমনটা আশা করিনি।
এর আগে ঢাকায় অবস্থিত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন যে , আমেরিকার নেতৃত্বাধীন কোয়াড গোষ্ঠীকে চীনের বিরোধী গোষ্ঠী বলে মনে করে বেজিং। এছাড়া চীন মনে করে , এই কোয়াড গোষ্ঠীতে বাংলাদেশের অংশ গ্রহণ ,চীন ও বাংলাদেশের সম্পর্ককে খারাপ করবে। আর এর পরেই বাংলাদেশের তরফ থেকে পাল্টা জবাব দেওয়া হয়।
আরো পড়ুন :- জ্বালানি তেলের উপর নির্ভরতা কমাতে বিরাট পদক্ষেপ ভারতের
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ভারতকে আমেরিকা কতটা শক্তিশালী দেশ মনে করে ? সেই রিপোর্ট আসলো সামনে