চুমু খেলেই কমবে মেদ !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , দীনেশ দেব :- যৌনতা মানুষের জীবনের এক অভিন্ন অংশ। প্রায় প্রতিটি মানুষই জীবনের কোনো না কোনো সময় শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। আর এই শারীরিক সম্পর্ক যেমন বেশি পরিমানে করলে তারা খারাপ প্রভাব পরে শরীরে তেমনই এর ফলে প্রচুর পরিমানে মেদ ও ঝরে। যারা বেশি মেদ অথাৎ অত্যাধিক ওজনের সমস্যায় ভুগছেন তাদের  জলদি ওজন কমিয়ে ফেলতে সাহায্য করে যৌনতা।

avilo home

একটি গবেষণায় দেখা গেছে , কোনো মানুষ যদি ৩০ মিনিট ধরে চুমু খায় তবে তার শরীরের ৬৮ ক্যালোরি ঝরে যায়। আর চুমু যদি বেশি তীব্র হয় তবে ৯০ ক্যালোরি পর্যন্ত ঝরতে পারে। উদ্দাম যৌনতায় , মাত্র ৩০ মিনিটে ঝরাতে পারে ২৩০ ক্যালোরি। শুধু যৌনতা নয় তার আগে এক ঘন্টা ফোর প্লে করলেও ২১৯ ক্যালোরি ঝরতে পারে। ফলে সেই সকল বিবাহিত পুরুষ – মহিলারা অত্যাধিক ওজন অথাৎ মেদের সমস্যায় ভুগছেন। তারা বাকি উপায়ের পাশাপাশি এই সহজ ও আরামদায়ক উপায়টি খুবই উপভোগের সাথে করতে পারেন। এতে কোনো বাঁধা নেই ও লজ্জার ব্যাপারও নেই।

আরো পড়ুন :- কন্ডোম ব্যাবহারে আগ্রহী নয় দেশের যুব সমাজ ! বলছে সমীক্ষা

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- তারুণ্য ও যৌবন ধরে রাখতে চাইলে নিয়মিত এই খাবার গুলো খান

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন