চ্যানেলে কত সাবস্ক্রাইবার হলে টাকা দেয় YouTube ? কিভাবে ভিউ বাড়াবেন ? সহজ কিছু কৌশল জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : নতুন ইউটিউব চ্যানেল (YouTube Channel) খুলবেন? ভাবছেন ইউটিউবকে কিভাবে নিজের ক্যারিয়ার বানাবেন? আজকের এই প্রতিবেদনটি তবে আপনার জন্য। আজকালকার দিনে মানুষ এতটা সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে উঠেছে যে প্রতিমুহূর্তেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলিকে স্ক্রল করে চলছেন। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই আয় করা সম্ভব। আজকে আলোচনা করা যাক ইউটিউব সম্পর্কে।

আরও পড়ুন : বিজেপি ছেড়ে তৃণমূলের পথে? দেখুন কি বললেন দিলীপ ঘোষ

How To Earn Money From YouTube

আপনিও যদি ভাবেন ইউটিউবকে কেরিয়ার বানাবেন তাহলে প্রথমে আপনাকে কিছু বিষয় মনে রাখতে হবে। অনেকের মধ্যেই এই প্রশ্নটা থাকে ইউটিউব চ্যানেলে কত সাবস্ক্রাইবার হলে তবে টাকা পাওয়া যায়? তবে জেনে রাখা ভালো শুধু সাবস্ক্রাইবার নয় YouTube চ্যানেলে পোস্ট হওয়া ভিডিওগুলির ভিউ কাউন্ট করে তবে একটি ইনকামের জায়গায় পৌঁছানো যাবে। তবে এছাড়াও ইউটিউব থেকে টাকা রোজগার করার কিছু পন্থা রয়েছে।

YouTube Partner Program কী?

আপনি ইউটিউব থেকে উপার্জন শুরু করতে চান তাহলে আপনাকে যোগ দিয়ে হবে YouTube Partner Program (YPP)-এ। তবে মনে রাখুন, এই প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত আছে। যেমন, ইউটিউব থেকে উপার্জন করা (Earn From YouTube) শুধু বিজ্ঞাপন নির্ভর নয়। এই ধারণা কিন্তু ভুল।

অনেক সফল ইউটিউবার আছেন যাঁরা স্পনসরশিপ ও ব্র্যান্ড ডিলের মাধ্যমে প্রচুর আয় করেন। জনপ্রিয় চ্যানেলগুলোর কাছে বিভিন্ন ব্র্যান্ড সরাসরি তাঁদের স্পনসরশিপের জন্য প্রস্তাব পাঠায়, যার মাধ্যমে একেবারে ১০,০০০ থেকে ৫,০০,০০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।

আয়ের জন্য কত সাবস্ক্রাইবার থাকতে হবে?

যদি আপনি YouTube Partner Program (YPP)-এ যোগ দিতে চান তাহলে যোগ দেওয়ার জন্য আপনার চ্যানেলে অন্ততপক্ষে ১,০০০ জন সাবস্ক্রাইবার থাকতে হবে। শুধুমাত্র সাবস্ক্রাইবার দিয়েই হবে না, আপনার চ্যানেলে গত ১২ মাসে সর্বমোট ৪,০০০ ঘণ্টাওয়াচ টাইম পূরণ করতে হবে। এবার যদি আপনি আপনার চ্যানেল থেকে YouTube Shorts থেকে আয় করতে চান, তাহলে ১০ মিলিয়ন (১ কোটি) ভিউ থাকতে হবে।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন