Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সেমিফাইনালে নিজেদের জায়গা আগেই পাকা করে ফেলেছে ভারতীয় দল। প্রথমে বাংলাদেশ আর তারপর পাকিস্তানকে হারিয়ে নিজেদের শেষ চারে যাওয়া নিশ্চিত করেছে রোহিত শর্মার দল। তবে ভারতীয় দল, কাদের বিরুদ্ধে সেমিফাইনালে নামবে? সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়। সেমিফাইনালের অঙ্ক ঠিক কী?
সেমিফাইনালে ভারতের সামনে কারা?
গ্রুপ-এ-তে ভারতীয় দল ছাড়াও নিউজিল্যান্ড দল সেমিফাইনালে উঠে গিয়েছে। তবে গ্রুপ শীর্ষে কে থাকবে তা জানা যাবে রবিবার। সেদিন ভারতের বিরুদ্ধে খেলবে নিউজিল্যান্ড। এই ম্যাচে যারা জিতবে তারাই থাকবে গ্রুপ শীর্ষে। অন্যদিকে গ্রুপ বি-র চিত্র এখনও স্পষ্ট নয়। ইংল্যান্ড ইতিমধ্যেই বিদায় নিয়েছে। মূল লড়াই মূলত অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে হলেও, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়ে গেছে। এই কারণে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এখনও বেশ কিছু দল রয়েছে।
আরও পড়ুন:- জালিয়াতি এড়াতে কিভাবে সুরক্ষিত রাখবেন আধার ? বিস্তারিত জেনে নিন
ভারত যদি নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায়, তবে তাদের সেমিফাইনালের প্রতিপক্ষ হতে পারে গ্রুপ বি-এর রানার্সআপ দল। গ্রুপ ‘বি’-তে এখন পর্যন্ত দুইটি দল, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া, শক্তিশালী অবস্থানে রয়েছে। এই দুই দলের মধ্যে যেকোনো একটি দল যদি গ্রুপ ‘বি’-র চ্যাম্পিয়ন হতে পারে, তবে ভারত তাদের সঙ্গে সেমিফাইনালে খেলবে।
যদিও ইংল্যান্ড বা আফগানিস্তান এই গ্রুপে চমক দেখাতে পারে, তবে তাদের সম্ভাবনা কিছুটা কম। কিন্তু ইংল্যান্ডের বর্তমান পারফরম্যান্স অনুযায়ী গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। অন্যদিকে, আফগানিস্তান একদম নতুন করে উঠে আসা এক দল, তাদেরও গ্ৰুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেক কম। তবে, এই চূড়ান্ত সিদ্ধান্তে একদমই নির্দিষ্ট কিছু বলা যাবে না, কারণ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এক টুর্নামেন্ট যেখানে যে কোনো দল যে কোন সময় চমক দেখাতে পারে। সেমিফাইনালের আগে পর্যন্ত সবকিছুই উন্মুক্ত থাকবে।