ছাত্র-ছাত্রীদের জন্য বাড়ি বসে আয় করার পাঁচটি নির্ভরযোগ্য উপায় জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্তমানে ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি বাড়ি বসে আয় করতে পারেন (Work From Home). আসলে শিক্ষার্থীরা এখন অনেক কম বয়স থেকে টাকা পয়সা রোজগারের দিকে মনোযোগী। তাঁরা নিজেদের মতো করে হাত খরচার বন্দোবস্ত করতে চায়। তবে পড়াশোনার চাপে বাইরে গিয়েই তো কাজ করা সম্ভব হয় না, তাই বাড়িতে বসে টাকা রোজগার করার উপায় (Income Ways For Students) উল্লেখ করা হলো আজকে এই প্রতিবেদনে।

Work From Home Opportunities For Students

আপনিও যদি একজন শিক্ষার্থী হন, আপনিও যদি টাকা পয়সার রোজগার নিয়ে অনেক কম বয়স থেকেই ভাবনা চিন্তা করে থাকেন, তাহলে আজকে এই প্রতিবেদন হবে আপনার জন্য বেশ কার্যকরী। ছাত্র-ছাত্রীদের জন্য বাড়ি বসে আয় করার এরকম পাঁচটি উপায় আলোচনা করা হলো।

১) অনলাইনে পড়ানো

ছাত্রছাত্রীরা অনলাইনে পড়িয়ে নিজেদের মতো করে আয় করতে পারেন। যেহেতু ছাত্রছাত্রীরা প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু নতুন শিখছেন সেই শিক্ষা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য শুরু করতে পারেন অনলাইনে পড়ানো। আপনি যদি এই পদ্ধতিতে পড়ানো শুরু করতে চান, তাহলে ভার্চুয়াল টিউটোরিয়াল প্ল্যাটফর্ম বেছে নিতে পারেন। এর জন্য ইউডেমি, স্কিল শেয়ার, অথবা কোর্সেরা-এর মতো প্ল্যাটফর্মে সাইন আপ করে প্রতি ঘন্টায় ২০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে পারেন।

আরও পড়ুন:- থ্যালাসেমিয়া কেন হয় ? থ্যালাসেমিয়া রুখতে কী করবেন ? বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে গুরুত্বপূর্ণ কিছু কথা

২) স্ট্রিমিং অ্যান্ড ইউটিউবিং

বর্তমান জেনারেশন অনেক বেশি সোশ্যাল মিডিয়া প্রতি আকৃষ্ট। আর ছাত্র-ছাত্রীদের আশেপাশে থাকা বন্ধুবান্ধবরা ভিডিও গেমসের প্রতি খুব মনযোগ দেন। বলা যায়, এক প্রকার ভিডিও গেমসের কম্পিটিশিন চলে। আর এই পন্থাকে ব্যবহার করেই আপনিও টাকা রোজগার করতে পারেন (Online Earning). আসলে আজকাল অনেকেই ভিডিও গেমসের স্ট্রিমিং ও ইউটিউবিং ভালো ইনকাম করে।

৩) এফিলিয়েট মার্কেটিং

আপনার যদি একটি ব্লগ সাইট থাকে, সোশ্যাল মিডিয়ায় আপনার ফলোয়ার বেশি থাকে, অথবা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেই সূত্র ধরে আপনিও এফিলিয়েট মার্কেটিং ফিল্ডে ইনকাম করতে পারেন। কমিশন বেইজড সেলস রিপ্রেজেন্টেটিভ) হতে পারেন। এর পাশাপাশি ড্রপ শিপিং, পেইড প্রোডাক্ট রিভিউ, বিভিন্ন কোম্পানির ক্যাম্পাস ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হয়েও টাকা ইনকাম করতে পারেন।

৪) স্কিল ডেভেলপমেন্ট করে আয়

ছাত্র-ছাত্রীরা যদি ইনকাম করতে চান তাহলে ছয় মাস ও এক বছর সময় নিয়ে নিজেকে পাকাপোক্ত তৈরি করে স্কিল ডেভেলপমেন্ট করে সেখান থেকে আয় করতে পারেন। যেমন ফটোগ্রাফি, গ্রাফিক ডিজাইন, ভিডিয়ো এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, থ্রি ডি মডেল, প্রেজেন্টেশন তৈরি, এনিমেশন, , কার্টুন আঁকা ইত্যাদি।

৫) ফ্রিল্যান্সিং

বর্তমানে ফ্রিল্যান্সিং করে প্রচুর মানুষ প্রত্যেক মাসে নিজের আয় নিশ্চিত করছেন। শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং করে নিজেদের মতো করে আয় করতে পারেন। কারণ এই ফিল্ডে একেবারে স্বাধীনভাবে কাজ করা যায়। কনটেন্ট রাইটিং, স্ক্রিপ্ট রাইটিং গ্রাফিক্স ডিজাইন, লোগো মেকিং, ইত্যাদি নানান ফিল্ডে কাজ করে সেখান থেকে আপনার আয় নিশ্চিত করুন।

উপসংহার: আজকের প্রতিবেদনে শিক্ষার্থীদের জন্য পাঁচটি ইনকাম করার রাস্তা উল্লেখ করা রইল।আপনিও যে কোনো একটি পথে ইনকাম করতে পারেন। পড়াশোনার পাশাপাশি অনেক কম বয়স থেকে যদি কর্মজগতের অভিজ্ঞতা থাকে তাহলে ভবিষ্যতে গিয়ে উপকার হবে।

আরও পড়ুন:- জরুরি খবর! ১০ই মে থেকে রান্নার গ্যাস সিলিন্ডারে নতুন নিয়ম! বিপদে না পড়তে হলে জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন