ছাত্র ছাত্রীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আবেদন করার নিয়ম জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

1200-675-22610539-thumbnail-16x9-mamatabanerjee

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ সরকার ২০২১ সালে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card Scheme) চালু করে যাতে রাজ্যের ছাত্র ছাত্রীরা উচ্চশিক্ষার জন্য আর্থিকভাবে সুরক্ষিত থাকতে পারেন। এই প্রকল্পের আওতায় একজন ছাত্র বা ছাত্রী সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ (Education Loan) পেতে পারেন, যা ৪% সুদে প্রদান করা হয়। এই স্কিমে আবেদন করলে মিলতে পারে শিক্ষা সংক্রান্ত সমস্ত খরচের জন্য লোন টিউশন ফি, হোস্টেল ভাড়া, বই পত্র ইত্যাদি।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম কী?

  • আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে
  • অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • কোনো স্বীকৃত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে
  • উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক

কোন কোন খাতে এই ঋণ ব্যবহার করা যাবে?

কলেজ বা ইউনিভার্সিটির টিউশন ফি, হোস্টেল বা মেসের খরচ, বই পত্র ও স্টাডি মেটেরিয়াল, কম্পিউটার বা ল্যাপটপ কেনার খরচ, শিক্ষা সংক্রান্ত ভ্রমণ বা রিসার্চের খরচ। এছাড়াও আরও অনেক পড়ুয়া আছেন যারা অন্য কোন জায়গা থেকে লোন পাননা আর সেই কারণের জন্য এই প্রকল্পটি অনেকটাই সুবিধা করে দিতে পারে সকলের।

আরও পড়ুন:- বিরাট সুযোগ! Tech Mahindra-তে ইন্টার্নশিপ নিয়ে চাকরি, আবেদন করলেই পাবেন ৫৪ হাজার টাকা

স্টুডেন্ট ক্রেডিট কার্ড অনলাইন আবেদন

  1. অফিশিয়াল ওয়েবসাইট WBSCC তে যান
  2. “Student Registration” অপশনে ক্লিক করুন
  3. প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন
  4. লগ ইন করে আবেদনপত্র পূরণ করুন
  5. ডকুমেন্ট আপলোড করে আবেদন সাবমিট করুন

আবেদনের সময় যেই সব ডকুমেন্ট লাগবে

আধার কার্ড, রেসিডেন্স প্রুফ, জন্ম প্রমাণ বা মাধ্যমিকের এডমিট কার্ড, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডমিশন প্রুফ, ফী স্ট্রাকচার, ব্যাংক একাউন্ট ডিটেলস। শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পরে ১ বছর সময় পাবেন লোন শোধ করা শুরু করার আগে, সর্বোচ্চ ১৫ বছরে পুরো টাকা শোধ করা যাবে, EMI মাধ্যমে ধাপে ধাপে লোন ফেরত দেওয়া যাবে, শুধুমাত্র ৪% হারে সুদ ধার্য হবে।

স্কিমের প্রধান সুবিধা গুলো

সহজে অ্যাক্সেস যোগ্য অনলাইন আবেদন পদ্ধতি, সরকার অনুমোদিত ও নিরাপদ, সহায়তা পেতে আলাদা হেল্প লাইন ও সহায়ক কেন্দ্র, পড়াশোনার সময় EMI শুরু করতে হবে না, কম সুদের হার। আবেদন করার সময় শিক্ষার্থী ও অভিভাবকের যৌথভাবে আবেদন করতে হয়, আবেদন অনুমোদনের পর সংশ্লিষ্ট ব্যাংক শিক্ষার্থীর একাউন্টে টাকা পাঠায়, পড়াশোনার পাশাপাশি অন্য কোনো উদ্দেশ্যে এই টাকা ব্যবহার করা যাবে না।

চলতি সময়ে উচ্চ শিক্ষার খরচ ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতিতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম অনেক ছাত্র ছাত্রীদের স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা নিচ্ছে। আপনি বা আপনার পরিচিত কেউ যদি উচ্চ শিক্ষার জন্য আর্থিক সহায়তা খুঁজে থাকেন, তাহলে এই সরকারি প্রকল্পটি নিঃসন্দেহে এক কার্যকর বিকল্প।

 

আরও পড়ুন:- দুরন্ত কামব্যাক, মে মাসেই ৪৮% দাম বেড়েছে এই মাল্টিব্যাগার স্টকের।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন