Bangla News Dunia, বাপ্পাদিত্য:- 2016 সালের পর বিধানসভা অথবা লোকসভা কোনও নির্বাচনে একটিও আসন জিততে পারেনি বামেরা ৷ এবার সেই শূন্যের গেরো কাটাতে নানান পরিকল্পনা নিচ্ছে বঙ্গ সিপিআইএম ৷ তারা খুঁজছে মানুষের কাছে পৌঁছানোর পথ ৷ তাই এবার ‘মিশন 360’ মডেল শুরু করছে আলিমুদ্দিন স্ট্রিট ৷ যেখানে বিকল্প শিক্ষা ও স্বাস্থ্যের ব্যবস্থার কথা বলা হয়েছে ৷ এ নিয়ে দলীয় সদস্যদের চিঠি পাঠিয়েছে বাংলার কাস্তে-হাতুড়ি-তারা নেতৃত্ব ৷
উল্লেখ্য, 2011 সালের আগেও কৃষক, ক্ষেতমজুরের একটা বড় অংশ সিপিআইএমের অন্যতম ভোটব্যাংক ছিল ৷ সেই ভোট ফিরে পেতেই মরিয়া সিপিআইএম ৷ যে কারণে গত 20 এপ্রিল ব্রিগেড সমাবেশের আয়োজন করে সিপিআইএমের চারটি গণ সংগঠন ৷ সেখানে কৃষক, ক্ষেতমজুর ও বস্তিবাসীদের ভিড় ছিল নজরকাড়া ৷ কিন্তু, সেই তুলনায় নতুন প্রজন্মের ভিড় তলানিতেই ছিল ৷ তাই, যুবসমাজের সমর্থন পেতে একের পর এক পরিকল্পনা নিচ্ছে বঙ্গ সিপিআইএম ৷
20 এপ্রিল ব্রিগেড সমাবেশে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷
‘মিশন 360’ মডেলে ধাপে-ধাপে একাধিক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে ৷ সিপিআইএম সূত্রের দাবি, সদ্য তাদের দলের সদস্যদের কাছে এ নিয়ে চিঠি পৌঁছেছে ৷ তাতে একাধিক নির্দেশ দিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট ৷ রাজ্যের একাধিক দুরবস্থার কথা উল্লেখ করে, বিকল্প কর্মসূচি গ্রহণ করতে বলা হয়েছে ৷ সেখানে শিক্ষা ও স্বাস্থ্য সব ক্ষেত্রই রয়েছে ৷
সেই কারণে জেলায়-জেলায় সিপিআইএম বিকল্প স্কুল তৈরির পরিকল্পনা নিচ্ছে ৷ একইভাবে বিভিন্ন এরিয়া কমিটিতে গড়ে তোলা হবে বিকল্প স্বাস্থ্যকেন্দ্র ৷ অনেকটা স্টুডেন্ট হেলথ হোমের আদলে তৈরি হবে এরিয়া কমিটি ভিত্তিক স্বাস্থ্যকেন্দ্র, যেখানে স্বল্প মূল্যে ওষুধ থেকে শুরু করে প্রয়োজনীয় চিকিৎসা পাবেন এলাকাবাসী ৷
কারণ, সিপিআইএমের চিঠিতে অভিযোগ করা হয়েছে, বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের আমলে মানুষ ন্যূনতম শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ৷ প্রকৃত শিক্ষা কিংবা সঠিক স্বাস্থ্যপরিষেবা পেতে ট্যাঁকের কড়ি খরচ হচ্ছে প্রচুর ৷ একইভাবে সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রত্যন্ত এলাকার বাচ্চারা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ৷ শিক্ষা বিমুখ হয়ে পড়ছে তারা ৷
আরও পড়ুন:- ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধিতে দারুন পদক্ষেপ কলকাতা পুরনিগমের, জানতে বিস্তারিত পড়ুন
সূত্রের দাবি, প্রত্যেকটি জেলাতে অন্তত দু’টি সিপিআইএম পরিচালিত স্কুল তৈরি করতে হবে ৷ যেখানে সিপিআইএমের সঙ্গে যুক্ত বা দলের সদস্য এমন অধ্যাপক, শিক্ষক, শিক্ষাবিদ ও কলেজের পড়ুয়ারা ক্লাস করাবেন ৷ সিপিআইএমের প্রত্যেকটি এরিয়া কমিটিতে ছোট-ছোট হেলথ সেন্টার তৈরির কথাও বলা হয়েছে, যেখানে স্থানীয় মানুষেরা ন্যূনতম খরচে চিকিৎসা পাবেন ৷
সিপিআইএমের দাবি, এর ফলে যেমন স্থানীয় মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তোলা সম্ভব হবে, ঠিক তেমনই মানুষকে সঠিক পরিষেবা দেওয়া যাবে ৷ সিপিআইএমের অভিযোগ, তৃণমূলের নেতা-মন্ত্রীরা শিক্ষা ও স্বাস্থ্য-সহ একাধিক ক্ষেত্রে যে চুরি দুর্নীতি করেছে, তা সীমাহীন ৷ সংবিধান প্রদত্ত প্রকৃত অধিকার থেকেই বঞ্চিত করা হচ্ছে রাজ্যের মানুষকে ৷ এই বঞ্চনাকে হাতিয়ার করে মানুষের কাছে বিকল্প হিসেবে পুনরায় সিপিআইএমকে ফিরে যেতে হবে বলেই আলিমুদ্দিন স্ট্রিটের নেতাদের নির্দেশ ৷
এ বিষয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “আমরা সরকারি সিস্টেমকে চ্যালেঞ্জ করছি এমনটা নয় ৷ সরকারের দায়-দায়িত্ব যেটা, তা সঠিকভাবে পালন হচ্ছে না ৷ অন্যান্য রাজ্যে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে যতটা বরাদ্দ করা হয়, যতটা গুরুত্ব দেওয়া হয়, এ রাজ্য সেক্ষেত্রে অবহেলিত ৷ সেই ফাঁকগুলো পূরণ করে শ্রমিক শ্রেণি থেকে শুরু করে নীচের তলার মানুষকে পরিচয় দেওয়া আমাদের মূল লক্ষ্য ৷ এর আগেও কোভিড পর্বে আপনারা দেখেছেন কীভাবে রেড ভলান্টিয়াররা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে গিয়েছিল ৷ কোভিড পরবর্তী সময়েও বিভিন্ন বিপর্যয়ে মানুষের দুয়ারে রসদ পৌঁছে দিয়েছে তারা ৷”