ছেলেদের এই ৫ পারফিউম মেয়েরা বেশি পছন্দ করে, কারণ জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সুগন্ধি বা পারফিউম শুধু শরীরকে সতেজ রাখে না, অনেক সময় সঙ্গীর মনে আকর্ষণও তৈরি করে। অনেক পারফিউমে ফেরোমোন-জাতীয় উপাদান থাকে, যা অবচেতনভাবে মানুষের আকর্ষণ বাড়ায়।

বিশেষ কোনো গন্ধ পুরনো প্রেম, নিরাপত্তা বা ঘনিষ্ঠতার স্মৃতি মনে করিয়ে দেয় — যা আবেগ জাগায়।গভীর, মাদকতাময় সুগন্ধ যেমন ওউদ, প্যাচুলি বা মস্ক — সঙ্গীর মনে একধরনের রহস্যময়তা ও ফ্যান্টাসি সৃষ্টি করে।

আকর্ষণীয় গন্ধের মানুষকে কাছে যেতে ইচ্ছা করে, ফলে ঘনিষ্ঠতার সুযোগ বাড়ে।

ভালো পারফিউম ব্যবহারে আত্মবিশ্বাস বেড়ে যায়, যা আকর্ষণের অন্যতম চাবিকাঠি।

ফ্লোরাল (নারীসুলভ) বা উডি-মাস্কি (পুরুষালী) ঘ্রাণ সঙ্গীর মনে লিঙ্গভিত্তিক আকর্ষণ তৈরি করে।ঠিক মুহূর্তে পারফিউম ব্যবহার করলে, তা সঙ্গীর মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে এবং মোহ তৈরি করে।

পারফিউম মূল আকর্ষণ সৃষ্টি না করলেও, বিদ্যমান আকর্ষণকে বহুগুণ বাড়িয়ে তোলে।

আরও পড়ুন:- বিষাক্ত ভেজাল নুন খাচ্ছেন না তো? এই ভাবে জল দিয়ে পরীক্ষা করে নিতে পারে

আরও পড়ুন:- নির্বিচারে কেটে ফেলা হচ্ছে ২৮ লক্ষ নারকেল গাছ, কারণ জানলে অবাক হয়ে যাবেন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন