‘জঙ্গলরাজ চলছে’, মুনিরকে ‘ফিল্ড মার্শাল’ তকমা দেওয়ায় ক্ষুব্ধ ইমরান

By Bangla News Dunia Dinesh

Published on:

imran khan

Bangla News Dunia, দীনেশ : ‘আমার মনে হয় ওকে ‘রাজা’ তকমাটা দিলে বেশি মানাতো।’ পাক সেনা জেনারেল আসিম মুনিরের ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়ার ঘটনাকে এমন ভাষাতেই কটাক্ষ করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রসঙ্গত, ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে তাঁর ভূমিকার জন্য জেনারেল মুনিরকে বৃহস্পতিবার ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় সামরিক কর্মকর্তা হিসাবে এই পদমর্যাদা লাভ করলেন মুনির।

আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা

আর এই ঘটনার পরেই জেলের ভেতর থেকেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কটাক্ষের তির ছুড়লেন ইমারান। পোস্টটিতে তিনি লেখেন, ‘মাশাআল্লাহ, জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল বানানো হল। আমার মনে হয় ওকে ‘রাজা’ তকমাটা দিলে বেশি মানাতো-কারণ এখন দেশে জঙ্গল রাজ চলছে। আর জঙ্গলে তো একটাই রাজা থাকে।’

আরও পড়ুন:- ‘ফাঁকা আওয়াজ দেবেন না’, রাহুলের ৩ জ্বলন্ত প্রশ্ন প্রধানমন্ত্রী মোদীকে

প্রসঙ্গত, একাধিক মামলায় অভিযুক্ত ইমরান ২০২৩ সালের অগাস্ট মাস থেকেই জেলে বন্দি রয়েছেন। সাম্প্রতিক আবহে দেশের সামরিক বিভাগের সঙ্গে আলোচনার আগ্রহও দেখিয়েছেন তিনি। এমনটা তিনি দেশের স্বার্থের কথা ভেবেই করছেন বলে জানিয়ে ইমরান বলেন, ‘আমাদের দেশ বহিরাগত আক্রমণ তথা সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত এবং অর্থনৈতিক সংকটের সম্মুখীন। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি এর আগেও কখনও নিজের জন্য কিছু চাইনি,এখনও চাইছি না।’ ভারতের আগামী আক্রমণের মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য শাহবাজ শরীফ সরকারকে সাবধানও করেছেন তিনি।

আরও পড়ুন : ৩০০ টাকা ছাড়ে মিলছে রান্নার গ্যাস সিলিন্ডার ! আপনিও কীভাবে পাবেন দেখুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন