‘জঙ্গিদের খুঁজে খুঁজে মারব’, সন্ত্রাসবাদকে চিরদিনের জন্য নির্মূল করা হবে, হুঁশিয়ারি শাহর

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

amit

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পহেলগাঁও হামলায় জড়িত প্রত্যেক জঙ্গিকে খুঁজে বের করে মারা হবে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত প্রতিটি জঙ্গি হামলার উপযুক্ত ও সুনির্দিষ্ট জবাব দেবে। সন্ত্রাসবাদীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ বলেন, ‘যদি কেউ মনে করে যে কাপুরুষোচিত আক্রমণ তাদের জয়, তবে তাদের মনে রাখা উচিত এটি নরেন্দ্র মোদীর ভারত। বেছে বেছে বদলা নেওয়া হবে।’ দেশের প্রতিটি কোণ থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করার সরকারের প্রতিশ্রুতি আবারও মনে করিয়ে দিয়েছেন অমিত শাহ। বলেছেন, ‘দেশের প্রতি ইঞ্চি জমি থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করা আমাদের সংকল্প। এটি সম্পন্ন করা হবে।’

আরও পড়ুন:- মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? যদি টাকা না আসে, কী করবেন? জেনে নিন

পহেলগাঁও হামলার পরে আমেরিকা, চিন, রাশিয়া, ফ্রান্স-সহ বিশ্বের অনেক দেশই ভারতের পাশে দাঁড়িয়েছে। এই দেশগুলির তরফে হামলার নিন্দা জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রতি আন্তর্জাতিক সমর্থনের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘কেবল ১৪০ কোটি ভারতীয় নয়, সমগ্র বিশ্ব এই লড়াইয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে বিশ্বের সমস্ত দেশ একত্রিত হয়েছে এবং ভারতের জনগণের পাশে দাঁড়িয়েছে। আমি এই সংকল্প পুনর্ব্যক্ত করতে চাই যে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে এবং যারা এটি করেছে তাদের অবশ্যই উপযুক্ত শাস্তি দেওয়া হবে।’

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে বৈসরন ভ্যানিতে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলা হয়। সেই হামলায় ২৬ জন নিহত হন। তাঁদের মধ্যে ২৫ জন পর্যটক। হামলার পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীনগরে যান। ২৩ এপ্রিল তিনি শোকাহত পরিবারগুলির সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান। তিনি নিহতদের মৃতদেহে পুষ্পস্তবক অর্পণ করেন এবং প্রতিশ্রুতি দেন যে এই জঘন্য হামলায় জড়িত অপরাধীদের রেহাই দেওয়া হবে না।

আরও পড়ুন:- বিজ্ঞানের নয়া আবিষ্কার, ক্রিম লাগালেই গায়েব হবে ভুঁড়ি! কীভাবে কাজ করে? জানুন

আরও পড়ুন:- ৬ মিনিট বাথরুম ব্যবহারের জন্য ৮০০ টাকা! দিনেদুপুরে ‘ডাকাতি’

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন