Bangla News Dunia, দীনেশ :- ‘অপারেশন সিঁদুর’ এবং পহেলগাঁও হামলা প্রসঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার সকালে সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশ সচিব যখন ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য নিয়ে একের পর মন্তব্য করতে থাকেন, ঠিক তখন কায়দা করে তাঁর দিকে বেশকিছু প্রশ্ন ছুঁড়ে দেন অভিষেক। যদিও বিক্রম মিস্রি ‘সেনাপতি’-র কোনও প্রশ্নেরই উত্তর দেননি।
আরও পড়ুন:- প্রায় বারো হাজার শূন্যপদে নিয়োগ করছে এনটিপিসি, বেতন ৩৫,৪০০ টাকা। শীঘ্রই আবেদন করুন
এদিন বিক্রম মিস্রিকে অভিষেক প্রশ্ন করেন, ‘পহেলগাঁওয়ে ওই চার জঙ্গি কীভাবে ঢুকল? তাদের কি ভারতীয় সেনা নিকেশ করতে পেরেছে? যদি না করতে পারে, তাহলে এখন তারা এখন কোথায়? এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কোনও তথ্য আছে? নাকি একেবারে পাকিস্তানেই পালিয়ে গিয়েছে ওই জঙ্গিরা?’ এতগুলো প্রশ্নের জবাব অভিষেক জানতে চাইলেও, বিক্রম মিস্রি কিন্তু কোনও জবাব দেননি।
আরও পড়ুন:- ভারতের কঠোর পদক্ষেপে বাংলাদেশের ক্ষতি ৯৩৬৭ কোটি টাকা, বিস্তারিত জেনে নিন
প্রসঙ্গত, গতকাল দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমান বন্দরে দাঁড়িয়ে অভিষেক বলেছিলেন, বিদেশনীতিতে কেন্দ্রের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তৃণমূলের। একইভাবে পহেলগাঁও কাণ্ডের পর কেন্দ্রের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিল দেশের সমস্ত বিরোধী দলগুলি।
আরও পড়ুন:- প্রস্টেট ক্যান্সার বাড়ছে, এই মারণ রোগের উপসর্গ কী? এক ক্লিকে জেনে নিন