Bangla News Dunia, Pallab : গুরুতর অসুস্থ তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ সৌগত রায়। একাধিক শারীরিক সমস্যা রয়েছে তাঁর। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। মঙ্গলবার রাতে হাসপাতালের তরফে জানানো হয়েছে, কথা জড়িয়ে যাচ্ছে সৌগতর। শিরদাঁড়ার নীচের ব্যথায় কাতর তিনি। অক্সিজেন চলছে।
আরও পড়ুন : শিয়ালদা বিভাগে যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত লোকাল ট্রেন, কোন কোন রুটে? জেনে নিন
হাসপাতাল সূত্রের খবর, জটিল স্নায়ুর রোগে আক্রান্ত প্রবীণ সাংসদ। ভারনিক এনসেফালোপ্যাথি-র কারণে তিনি আচ্ছন্ন অবস্থায় রয়েছেন। স্থিতিশীল হলেও এখনও সঙ্কটজনক রয়েছেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। ৭৭ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদের মূলত অনিদ্রার সমস্যাই প্রভাব ফেলেছে শরীরে। ধরা পড়েছে জটিল স্নায়ুর রোগও। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। যা নিয়ে রীতিমতো উদ্বেগ ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। তাঁর চিকিৎসায় গঠিত হয়েছে মেডিকেল বোর্ড।
মঙ্গলবার হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, সৌগতের শরীরে পটাশিয়ামের আধিক্য আছে। এছাড়া শ্বাসনালিতে সংক্রমণ হয়েছে তাঁর। ধরা পড়েছে কিডনির সমস্যা। উচ্চ রক্তচাপ দেখা দিয়েছে। প্রসঙ্গত, গত ২২ জুন থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি সাংসদ।
আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।
আরও পড়ুন : ছক্কা হাঁকালেন শুভেন্দু ! হেরে ভূত তৃণমূল