Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- জন্মবার মতে আরাধনা করুন অধিষ্ট দেবতার ! জানেন কি আপনার জন্মবার অনুযায়ী বিশেষ দেবতার পুজো করলে সারা জীবনের নানা বাঁধা বিপত্তি দূর হয়ে যায়। সকলেই কোন না কোন প্রিয় দেবতার আরাধনা করেন। কিন্তু শাস্ত্র মতে মেনে চললে আপনার ভালো হবে।
এক নজরে দেখুন ——
১. জানেন তো সোমবার হল মহাদেব শিব শঙ্করের বার। তাই এই দিন যারা জন্মগ্রহণ করেছেন, তারা সকলেই মহাদেব শিব শঙ্করের আরাধনা করুন। বাবা আপনাদের সবার সহায় হবেন।
২. যদি আপনার মঙ্গল বার জন্ম হয় সে ক্ষেত্রে মঙ্গলবার হনুমানজির আরাধনা করলে আপনার জীবনে অনেক উন্নতি হবে। তাই মঙ্গল বার জন্মগ্রহণ করা সবাই হনুমানজির আরাধনা করুন।
৩. বুধবার জন্মগ্রহণ করা সকল ব্যক্তিরা সিদ্ধিদাতা দেব শ্রী গণেশের পুজো করুন। জীবনে অনেক পূণ্য অর্জন ও ভালো ফল পাবেন।
৪. বৃহস্পতিবার জন্মগ্রহণ করা সকল ব্যক্তিরা শিব শঙ্কর মহাদেবের আরাধনা করতে পারেন। তাহলে জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে।
৫. যদি আপনি শুক্রবার জন্মান তাহলে মা দুর্গার আরাধনা বা যে কোনও রূপের পুজো করতে পারেন সেই দিনে জন্মগ্রহণ করা ব্যক্তিরা।
আরো পড়ুন :- আপনার হাত এবং জন্মকুষ্টিতে কোন গ্রহ শুভ তা দেখে ব্যবসা ও জব নির্ণয় করুন
৬. আপনার জন্মবার শনিবার হলে আপনি হনুমান জি বা কাল ভৈরবীর পুজো করুন। জীবনে অনেক সাফল্য পাবেন।
৭. রবিবার জন্মানো ব্যাক্তিরা ভগবান বিষ্ণু বা বিষ্ণুর অন্যান্য অবতার যেমন শ্রীকৃষ্ণ বা রামের উপাসনা করতে পারেন।
এই সকল বিষয় গুলি মেনে চলুন আর ভালো থাকুন।
Highlights
1. জন্মবার মতে আরাধনা করুন অধিষ্ট দেবতার !
2. এই সকল বিষয় গুলি মেনে চলুন আর ভালো থাকুন
#Astro Tips #Horoscope