Bangla News Dunia, Pallab : জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) জেলে (Jail) হামলার ষড়যন্ত্র জঙ্গিদের! গোয়েন্দা রিপোর্টে এমন চাঞ্চল্যকর তথ্যই প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, জঙ্গিদের নিশানায় রয়েছে শ্রীনগরের সেন্ট্রাল জেল (Srinagar Central Jail) ও জম্মুর কোট বালওয়াল জেল (Kot Balwal Jail)। ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এই জেলগুলিতে।
আরও পড়ুন : দেদার প্যারাসিটামল খেলে কী বিপদ? বড়সড় রোগ পাকার আগে জানুন
জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের এই দুই জেলে হাইপ্রোফাইল জঙ্গি ও স্লিপার সেলের অনেক সদস্যই বর্তমানে বন্দি রয়েছে। সরাসরি হামলার সঙ্গে জড়িত না হলেও, জঙ্গিদের আশ্রয় দেওয়া, যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার মতো কাজের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় সাহায্যকারী দুই সন্দেহভাজন নিসার ও মুস্তাককে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ-র তদন্তকারী দল। ২০২৩ সালে রাজৌরিতে জঙ্গি হামলার ঘটনাতেও এই দুইজন সরাসরি যুক্ত অভিযোগে এই দুজন বর্তমানে জেলবন্দি। তদন্তকারীদের অনুমান, পহেলগাঁওয়ের হামলার পরিকল্পনাও দুই অভিযুক্তের জানা ছিল এবং জঙ্গিদের সাহায্যও করেছিল। এরকমই জঙ্গিদের সাহায্যকারী আরও অনেক সন্দেহভাজন জেলবন্দি রয়েছে। আর তাদের জেল থেকে পালাতে সাহায্য করতেই নতুন হামলার ষড়যন্ত্র করছে জঙ্গিরা বলে মনে করা হচ্ছে।
এদিকে, জেলে জঙ্গি হামলার আশঙ্কা সামনে আসতেই রবিবার শ্রীনগরে সিআইএসএফের ডিজি জেলের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। জেলগুলির পরিস্থিতি মূল্যায়ন করে দেখেন তিনি। প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে সিআরপিএফের কাছ থেকে জম্মু ও কাশ্মীরের জেলগুলির নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফ গ্রহণ করে।