জম্মু-কাশ্মীরে গোলাবর্ষণ, পাকিস্তানের এয়ারবেসে আছড়ে পড়ল মিসাইল

By Bangla News Dunia Dinesh

Published on:

missile

Bangla News Dunia, Pallab : ভোর থেকে কাশ্মীরে ভারত পাক সীমান্তে প্রবল গোলা বর্ষণ শুরু করেছে পাকিস্তান সেনা। পাক সেনার গোলার আঘাতে মৃত্যু হয়েছে জম্মু-কাশ্মীরের এক সরকারি আধিকারিকের। রাজকুমার থাপা নামে ঐ সরকারি আধিকারিক রাজৌরীর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার পদে ছিলেন। শুক্রবার তার বাড়িতে একটি গোলা আঘাত করে, তাতে গুরুতর জখম হন ওই আধিকারিক। পরে তার মৃত্যু হয়। এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। অন্যদিকে জানা গেছে, পাকিস্তানের তিনটি এয়ারবেসে বিস্ফোরণের শব্দ সোনা গিয়েছে।

আরো পড়ুন : গর্বে বুক ভরে যাবে INS বিক্রান্তের সক্ষমতার কথায়, সমুদ্রের অতন্দ্র প্রহরী – অতীত ও বর্তমান

ওই এয়ারবেস গুলি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা সদর দপ্তরের খুব কাছেই অবস্থিত। এর পাশাপাশি হরিয়ানার সিরসায় আকাশেই পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ভারতীয় সেনা। পাকিস্তানের তরফে যাবতীয় উড়ান বন্ধ রাখা হয়েছে।

আরো পড়ুন : পরমাণু হামলায় কীরকম ক্ষতির সম্ভাবনা? জানুন

আরও পড়ুন : ভারত-পাকিস্তান সংঘাত আরও বাড়লে কী করবে আমেরিকা ? জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন