Bangla News Dunia, Pallab : ভোর থেকে কাশ্মীরে ভারত পাক সীমান্তে প্রবল গোলা বর্ষণ শুরু করেছে পাকিস্তান সেনা। পাক সেনার গোলার আঘাতে মৃত্যু হয়েছে জম্মু-কাশ্মীরের এক সরকারি আধিকারিকের। রাজকুমার থাপা নামে ঐ সরকারি আধিকারিক রাজৌরীর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার পদে ছিলেন। শুক্রবার তার বাড়িতে একটি গোলা আঘাত করে, তাতে গুরুতর জখম হন ওই আধিকারিক। পরে তার মৃত্যু হয়। এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। অন্যদিকে জানা গেছে, পাকিস্তানের চারটি এয়ারবেসে বিস্ফোরণের শব্দ সোনা গিয়েছে। সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে রাওয়ালপিন্ডির নুর খান বিমানঘাঁটি, পাঞ্জাব প্রদেশের শোরকোট অঞ্চলের রফিকি বিমানঘাঁটি ও পাঞ্জাবের চাকওয়ালের মুরিদ বিমানঘাঁটিতে বডসড় বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। পাশাপাশি হরিয়ানার সিরসায় আকাশেই পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ভারতীয় সেনা। পাকিস্তানের তরফে যাবতীয় উড়ান বন্ধ রাখা হয়েছে।
আরো পড়ুন : গর্বে বুক ভরে যাবে INS বিক্রান্তের সক্ষমতার কথায়, সমুদ্রের অতন্দ্র প্রহরী – অতীত ও বর্তমান
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে (Pahalgam) পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় বুধবার ভোরে অপারেশন সিঁদুর চালায় ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ টি এলাকায় প্রত্যাঘাত করে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই হানায় মৃত্যু হয়েছে প্রায় ১০০ জনের। এরপর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
ভারতের এই প্রত্যাঘাত মেনে নিতে পারেনি পাকিস্তান। তারপর থেকেই ক্ষোভে ফুঁসছিল তারা (India-Pakistan Tension)। শেষ পর্যন্ত ভারতের ১৫টি শহরের সেনাছাউনি লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালায়। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেই সবকটি হামলাই ব্যার্থ করে দিয়েছে। পালটা হামলা চালিয়ে পাকিস্তানের লাহোর সহ বেশ কিছু শহররের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেমও নষ্ট করে দেয় পাকিস্তান। এরপর বৃহস্পতিবার পাকিস্তানের হামলা সামলে নিয়েই রাতে তুমুল হামলা চালায় ভারত। ক্ষতিগ্রস্ত হয় পাকিস্তানের একাধিক শহর। কিন্তু তাতেও শুধরে যায়নি পাকিস্তান। শুক্রবারও ফের একই কায়দায় তারা হামলা করে বলে জানা গেছে। এদিনও নির্ভুল ভাবে সবকটি হামলাই প্রতিহত করে ভারত।
আরও পড়ুন : ভারত-পাকিস্তান সংঘাত আরও বাড়লে কী করবে আমেরিকা ? জানতে বিস্তারিত পড়ুন