জয়শংকরকে ফোন করলেন মার্কিন বিদেশসচিব, কী কথা হল দু’জনের ?

By Bangla News Dunia Dinesh

Published on:

S-JAISANKAR

Bangla News Dunia, Pallab : ভারত-পাক যুদ্ধকালীন পরিস্থিতিতে শনিবার সকালে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে কথা বললেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো (US Secretary of State Marco Rubio)। তাঁদের এই বার্তালাপের কথা জয়শংকর (S Jaishankar) নিজেই এক্স হ্যান্ডেলে (X-Handle) পোস্ট করে জানালেন।

আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে গোলাবর্ষণ, পালটা পাকিস্তানের চারটি এয়ারবেস ধ্বংস করল ভারত

এদিন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো ভারতের বিদেশমন্ত্রীকে ফোন করার আগে ফোন করেছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনিকে। তাঁর সঙ্গে কথা বলার পর ফোন করেন জয়শংকরকে। ভারত-পাকিস্তান দুই দেশকেই উত্তেজনা প্রশমনের জন্য আলোচনায় বসার ডাক দিয়েছেন মার্কিন বিদেশ সচিব।  এ প্রসঙ্গে মার্কিন বিদেশ দপ্তর মুখপাত্র ট্যামি ব্রুস বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘মার্কো রুবিয়ো ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে কথা বলেছেন। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমনের উপায় খোঁজার উপর জোর দিয়েছেন তিনি। ভুল বোঝাবুঝি এড়াতে জোর দেওয়া হয়েছে প্রত্যক্ষ যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার উপরেও। ভবিষ্যতের সংঘাত এড়াতে এবং উভয় পক্ষের মধ্যে আলোচনা সহজতর করতে আমেরিকা সবরকম সহায়তায় প্রস্তুত, জয়শংকরকে তা জানিয়েছেন মার্কিন বিদেশসচিব।’

এদিকে মার্কিন বিদেশসচিবের সঙ্গে কথা বলার পর এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রী লেখেন, ‘আজ সকালে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে ফোনে কথা হল। ভারত সবসময়ে সংযমী এবং দায়িত্বশীল থেকেছে, তাই থাকবে।’

উল্লেখ্য, শনিবার ভোর থেকে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে হেভি শেলিং করেছে পাকিস্তান (Pakistan)। এরফলে কাশ্মীরে এক সরকারি আধিকারিক তিন জনের মৃত্যুও হয়েছে।

আরো পড়ুন : গর্বে বুক ভরে যাবে INS বিক্রান্তের সক্ষমতার কথায়, সমুদ্রের অতন্দ্র প্রহরী – অতীত ও বর্তমান

আরো পড়ুন : পরমাণু হামলায় কীরকম ক্ষতির সম্ভাবনা? জানুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন