Bangla News Dunia , দীনেশ : আপনার মনে প্রশ্ন আসতেই পারে কেন হয়েছিল কারগিলের যুদ্ধ ? তবে শুধু কারগিলের যুদ্ধ নয় এর আগেও পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে ভারতের। তবে কাজলের যুদ্ধই পাকিস্তানের সাথে হওয়া বর্তমান সময় পর্যন্ত ( জুলাই , ২০২৩ ) শেষ যুদ্ধ বলা যায়। কিন্তু তার আগেও পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন করার লড়াইয়ে পাকিস্তানের সাথে যুদ্ধে নামে ভারত। আর সেই যুদ্ধে পাকিস্তানের প্রায় ৯৪ হাজার সেনাকে বন্দি বানিয়েছিল ভারত। তবে পরে ধীরে ধীরে সেই ৯৪ হাজার সৈন্যকে ছেড়ে দেয় ভারতীয় সেনা।
তবে তার পরে ১৯৯৯ সালে ভারতের কাশ্মীর দখলের উদ্দেশ্যে কাশ্মীর রাজ্যের কার্গিল জেলায় আক্রমণ করে পাকিস্তানের সেনারা। কিন্তু সমগ্র কাশ্মীরে ভারতীয় সেনার মজবুত উপস্থিত কাশ্মীর দখল পাকিস্তানি সেনার জন্য গলার কাটা হয়ে দাঁড়াচ্ছিল। যার ফলেই কাশ্মীরে হামলা করার পরিকল্পনা করে পাকিস্তানের সেনা। তবে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারতীয় সেনা। এমনকি সেই যুদ্ধে পরাজিত হয় পাকিস্তান । আর এই যুদ্ধে ভারতের ৫২৭ জন বীর জওয়ান শহীদ হয়েছিল। তবে ভারতের থেকে কয়েকগুণ বেশি পাকিস্তানি সেনার জওয়ান শহীদ হয়েছে।
আরও পড়ুন : চাঁদের পর সূর্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ISRO !
পাকিস্তান পরিকল্পিত ভাবে কাশ্মীর দখলের উদ্দেশ্যে এই হামলা চালিয়েছিল। এমনকি পাকিস্তানের তরফ থেকে এই হামলার নাম দেয়া হয়েছিল “অপারেশন বদ্রি”। আর ভারতের তরফ থেকে পাকিস্তানের এই হামলার জবাবে ওই অপারেশনের নাম দেওয়া হয়েছিল “অপারেশন বিজয়”। আর যেমন নাম তেমন কাম, “অপারেশন বিজয়ে” বিজয় হয় ভারতের।
আরও পড়ুন : হঠাৎ রাজ্য বিজেপিতে রদবদল !
তবে সেই সময় পাকিস্তানি সেনার সাথে আমেরিকা ছিল। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানের সেনা ভারতীয় সেনার কাছে পরাজিত হয়। ভারত আমেরিকা থেকে স্যাটেলাইটের মাধ্যমে পাকিস্তানের সেনার লোকেশন জানার চেষ্টা করে। কিন্তু আমেরিকা ভারতের মুখের উপর মানা করে দেয় যে তারা তাদের স্যাটেলাইটের মাধ্যমে পাকিস্তানি সেনার লোকেশন ভারতকে জানাবে না। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় বীর জওয়ানরা পাকিস্তানকে কার্গিল ছেড়ে পালাতে বাধ্য করে।
আরও পড়ুন : লক্ষ্য ‘৩৫’ ! লোকসভার আগে লাগাতার বাংলায় শাহ
আর ১৯৯৯ সালের ২৬ শে জুলাই প্রায় দুমাস ধরে চলা যুদ্ধের পরে পাকিস্তানের সেনা পিছু হটতে বাধ্য হয়। আর এই ২৬ শে জুলাই সারা ভারতীয়দের জন্য এক গর্বের দিন কারণ এই দিন ভারত পাকিস্তানকে হারিয়ে কারগিলের যুদ্ধে বিজয় পেয়েছিল। তবে ওই যুদ্ধে আমেরিকা ভারতের সাথ না দিলেও ইসরায়েল ভারতের সাথ দিয়েছিলো।
আরও পড়ুন : মোদীময় আরব দুনিয়া ! মেলালেন বন্ধুত্বের হাত
আরও পড়ুন : রাষ্ট্রসংঘে পাকিস্তানকে সমর্থন জানাল ভারত !
আরও পড়ুন : সব ধর্মের মত ইসলামকে নিয়েও গর্বিত ভারত ! বললেন মোদীর উপদেষ্টা
এই রকম আরো খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন