Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- হিন্দুশাস্ত্র মতে, গণেশ চতুর্থী প্রথম উদযাপন করেন চাঁদ। নিজের সৌন্দর্যে বিভোর চাঁদ গণেশের শুঁড় দেখে ব্যঙ্গ করেছিলেন। গণেশের অভিশাপে চাঁদ বুঝতে পেরেছিলেন নিজের ভুল। ক্ষমা চেয়ে নিয়েছিলেন। গণেশের অভিশাপ মোচন করতে চতুর্থীতে উপোস করে গণেশ চতুর্থী শুরু করেছিলেন চাঁদ। এভাবেই গণেশ চতুর্থীর প্রচলন হয় বলে মনে করা হয়। তবে এরই সাথে গণপতি বাপ্পা মোরিয়া বলা নিয়েও এক কাহিনী রয়েছে।
আরো পড়ুন :- টাকা-পয়সার অভাব ? এক টুকরো দারচিনি বদলে দিতে পারে আপনার ভাগ্য
হিন্দুরা বাঙালি-অবাঙালি সকলেই বলে থাকেন গণপতি বাপ্পা মোরিয়া কিন্তু আপনি কি জানেন এই ‘মোরিয়া’ শব্দের পেছনে আসল সত্য? গনেশ চতুর্থীর আগে জেনে নিন এই তথ্য ৷ কথিত আছে, কর্নাটকের শালিগ্রামের এক বাসিন্দা মোরিয়া গোসাবি চতুর্দশ শতকে পুনের চিঞ্চওয়াড়ে থাকতে শুরু করেন। মোরিয়া গোসাবি তাঁর কোনও কাজে অনুতপ্ত হয়ে প্রায়শ্চিত্ত স্বরূপ গনেশের আরাধনা করতে শুরু করেন। সিদ্ধি শ্রী চিন্তামনি মোরিয়া গোসাবির পুজোতে গিয়ে গণপতির দর্শন করেন, পুজো করেন ও মোরিয়া গোসাবি আহমেদাবাদের সিদ্ধি বিনায়কে একটি গনেশ মন্দিরও তৈরি করেন তিনি।
তাঁর ভক্তিতে প্রসন্ন হয়ে শ্রীগনেশ তাঁকে দেখা দিয়েছিলেন এবং বর প্রার্থনা করতে বলেন। বর হিসেবে মোরিয়া গোসাবি সিদ্ধিদাতার কাছে চেয়েছিলেন যে বরাবরের মতো গনেশের নামের সঙ্গে যেন তাঁর নাম জুড়ে যায় ৷ এরপর থেকেই মোরিয়া গোসাবির ভক্তিকে স্মরণ করে গনেশের নামের সঙ্গে তাঁর নাম জপ করা হয়। যার পর থেকেই গনেশ পুজোয় গণপতি বাপ্পা মোরিয়া ধ্বনি দেওয়া হয় ৷
আরো পড়ুন :- এই ৪ রত্ন আপনাকে কোটিপতি বানানোর ক্ষমতা রাখে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )