Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জিও কয়েনের মাধ্যমে রিলায়েন্স জিও সম্প্রতি তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি নতুন ডিজিটাল রিওয়ার্ড সিস্টেম। এই কয়েন আপনি শুধু ইন্টারনেট ব্রাউজ করেই আয় করতে পারবেন। প্রতিবার Jio প্ল্যাটফর্মে সক্রিয় থাকলে আপনি পাবেন কয়েন এবং শুধু আয় করাই নয় এই কয়েন ব্যবহার করে অনেক ধরণের সুবিধা পাওয়া সম্ভব হবে সকল মানুষদের।
জিও কয়েন কীভাবে কাজ করে?
মোবাইল রিচার্জ, অনলাইন শপিং, মুভি টিকিট বুকিং, এক্সক্লুসিভ ডিসকাউন্টস এবং ডিলস। জিওর এই উদ্যোগ ডিজিটাল ইকোসিস্টেমে একটি বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। দেশের ৫০ কোটি জিও গ্রাহকদের জন্য এই খবরের মাধ্যমে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে, তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে এই সুবিধা পাওয়া যাবে।
কিভাবে জিও কয়েন উপার্জন করবেন?
জিও কয়েন আয় করা খুবই সহজ। আপনি শুধু আপনার Jio SIM বা JioFiber কানেকশনে যুক্ত থাকলেই প্রতিদিন কয়েন জমতে থাকবে, Jio Cinema, Jio Saavn বা Jio TV তে ভিডিও দেখলে বা গান শুনলে, Jio Mart থেকে কেনাকাটা করলে, Jio অ্যাপ ব্রাউজ করলে, আপনার অ্যাক্টিভিটি যত বেশি, তত বেশি কয়েন জমবে।
আরও পড়ুন:- ২১শে এপ্রিল থেকে রেশন কার্ডের নিয়মে বড় পরিবর্তন। বিপদে পড়তে না হলে জেনে নিন
কয়েন দিয়ে কী কী করা যাবে?
Jio রিচার্জ ফ্রি বা ডিসকাউন্টে, শপিং ভাউচার এবং কুপন, মুভি বা ওয়েব সিরিজ স্ট্রিমিং এক্সেস, এক্সক্লুসিভ অফার ও লয়্যালটি প্রোগ্রাম। এই কয়েন গুলি ডিজিটাল মুদ্রার মতই ব্যবহার যোগ্য হবে শুধুমাত্র Jio ইকো সিস্টেমে। আর অন্য কোথাও এই কয়েনের ব্যবহার আপাতত করতে পারবে না গ্রাহকরা।
জিও কয়েন কোথায় ব্যবহার করবেন?
My Jio App, Jio Mart, Jio Cinema, Jio Saavn, Jio TV. এছাড়া ভবিষ্যতে আরও পার্টনার প্ল্যাটফর্মেও এই কয়েন ব্যবহার যোগ্য হতে পারে। Jio SIM ব্যবহার কারী, Jio Fiber গ্রাহক, Jio Cinema বা Jio Saavn এর নিয়মিত ইউজার, অনলাইন শপিং প্রেমী ব্যবহার কারী, তাদের জন্য এই কয়েন সিস্টেম একটি অসাধারণ সুযোগ এবং কোন কিছু না করেই সুবিধা পাওয়া যাবে।
ভবিষ্যতে জিও কয়েন কী হতে চলেছে?
- NFT বা ব্লকচেইন ইন্টিগ্রেশন
- জিও ওয়ালেট বা ডিজিটাল ব্যাংকিং সেবা
- পার্টনার অ্যাপ ও সার্ভিসে এক্সপ্যানশন
- এমন নানা প্ল্যান রয়েছে রিলায়েন্স জিওর ভবিষ্যৎ রোড ম্যাপে।
উপসংহার
জিও কয়েন হলো একটি ইনোভেটিভ ডিজিটাল রিওয়ার্ড প্রোগ্রাম, যা গ্রাহকদের বিনোদনের পাশাপাশি অর্থনৈতিক সুবিধাও দিচ্ছে। যারা Jio এর বিশ্বস্ত গ্রাহক, তারা এখন থেকে শুধু ব্যবহার করেই পেতে পারেন নানা রিওয়ার্ড একদম ফ্রিতে। এবারে দেখার অপেক্ষা যে আগামী দিনে জিওর তরফে এই নিয়ে আরও কি কি সুবিধা দেওয়া হয় গ্রাহকদের।
আরও পড়ুন:- ১১ কোটি প্যান কার্ড বাতিল! জানুন প্যান আধার লিংক না করলে কী কী বিপদ হবে?