জিতেও কেকেআর-এর খেলা দেখে মুগ্ধ কে এল রাহুল

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , অজয় দাস :- জিততে পেরে স্বস্তির হাসি লখনউ নেতা কেএল রাহুলের মুখে। প্লে-অফ নিশ্চিত করল তাঁর দল। রাহুল মেনে নিলেন, ক্রিকেটজীবনে এত চাপে কম দিনই পড়েছেন।ম্যাচের পর রাহুল বলেছেন, ‘সত্যি এ ধরনের ম্যাচ দেখার জন্য বহু দিন অপেক্ষা করা যায়। এই আইপিএলে এতদিন এত টানটান ম্যাচ খেলার সুযোগ পাইনি। আজ জয়ী দলের দিকে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। কেকেআরকেও ধন্যবাদ এত ভাল একটা ম্যাচ উপহার দেওয়ার জন্যে।’

#shortnews

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন