জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে টাকা না রাখলে কী হয়? ব্যাঙ্কের এই নিয়ম জেনে রাখা দরকার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট (Zero Balance Account) হলো এমন একটি সঞ্চয় অ্যাকাউন্ট (savings account) যেখানে আপনাকে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হয় না। এই ধরনের অ্যাকাউন্ট সাধারণত সমাজের দরিদ্র বা আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্য ডিজাইন করা হয়, যাতে তারা ব্যাংকিং পরিষেবাগুলি সহজে ব্যবহার করতে পারে। এই অ্যাকাউন্টে কোনো প্রাথমিক আমানতের প্রয়োজন হয় না, এবং আপনি চাইলে ব্যালেন্স শূন্যও রাখতে পারেন।

জিরো ব্যালেন্স একাউন্টে একটাকাও না থাকলে কী হতে পারে? জিরো ব্যালেন্স মানেই কি সত্যিই ‘জিরো’? দিনের পর দিন টাকা না থাকলে ব্যাঙ্ক কী পদক্ষেপ নেয়, জানুন সব কিছু এই প্রতিবেদনে!

১. সত্যিকারের জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার দরকার নেই
SBI, ICICI, HDFC সহ বহু ব্যাংক এখন জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট অফার করে, যেখানে কোনও মিনিমাম ব্যালেন্স বাধ্যতামূলক নয়।

২. দিনের পর দিন টাকা না থাকলেও অ্যাকাউন্ট চালু থাকে
যদি আপনার অ্যাকাউন্টে টাকা না থাকে, তাও সেটি ‘ডোরমেন্ট’ বা নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত অ্যাক্টিভ থাকে।

আরও পড়ুন:- দেড় টনের এসি রোজ ৫ ঘণ্টা চললে কত বিল আসবে মাসে? দেখে নিন হিসেব

৩. ১ বছর পর্যন্ত টাকা না থাকলেও সাধারণত সমস্যা হয় না
কিন্তু কোনো ট্রান্সাকশন না হলে অ্যাকাউন্ট ডোরমেন্ট (Dormant) হতে পারে।

৪. ডোরমেন্ট হয়ে গেলে টাকা জমা বা তুলতে সমস্যা হতে পারে
কাস্টমার কেওয়াইসি আপডেট না করলে ডোরমেন্ট অ্যাকাউন্ট ফের চালু করতে সময় লাগে।

৫. কোনো লুকানো চার্জ নেই, তবে ATM, SMS বা চেকবুক পরিষেবায় ব্যাঙ্ক ফি কেটে নিতে পারে
যদিও অ্যাকাউন্ট ফি নেই, ব্যাংকের অন্যান্য সার্ভিস নিলে টাকা কাটা পড়ে।

৬. জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে অতিরিক্ত পরিষেবার সীমাবদ্ধতা থাকে
একসাথে ৪ টার বেশি ATM উইথড্র, চেক ইস্যু, ইত্যাদি সীমিত থাকতে পারে।

৭. কিছু ব্যাংক নিয়ম বদলালে, জিরো অ্যাকাউন্টও মিনিমাম ব্যালেন্সে পরিণত হতে পারে
তাই রেগুলার আপডেট দেখা দরকার।

৮. দীর্ঘদিন ব্যবহার না করলে অ্যাকাউন্ট বন্ধও করে দিতে পারে ব্যাংক
সাধারণত ২ বছরের বেশি ট্রান্সাকশন না হলে বন্ধ করার নোটিশ পাঠায় ব্যাংক।৯. ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলে UPI বা Auto-Debit কাজ করবে না
অটোমেটেড EMI বা বিল পেমেন্ট ব্যর্থ হবে।

১০. প্যান কার্ড সংযুক্ত না থাকলে অ্যাকাউন্ট সীমাবদ্ধ হয়ে যেতে পারে
কয়েকটি পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে যেমন: আন্তর্জাতিক ট্রান্সফার, উচ্চমূল্যের লেনদেন ইত্যাদি।

আরও পড়ুন:- বাড়ি বাড়ি আর পৌঁছবে না রান্নার গ্যাস! চরম দুর্ভোগের মুখে গ্রাহকরা! সমাধানের উপায় জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন