জীবনের সব ক্ষেত্রে বাধা আসছে ! দেখুন মুক্তির টোটকা

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- জীবনের সব ক্ষেত্রে বাধা আসছে ! জ্যোতিষ শাস্ত্র মতে, প্রতি দিন সকালে ও সন্ধ্যায় তুলসী গাছের সামনে পুজো করা গৃহস্থের পক্ষে অত্যন্ত শুভ। এতে কেটে যাবে নানা বাধা। আপনার বাড়ির তুলসী মঞ্চে ও তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করতে তুলসী পুজো করুন।

দেখুন কিছু রীতি —–

১. বাড়িতে তুলসী গাছ থাকলে তাতে নিয়মিত তার পুজো করা উচিত সেই বাড়িতে সব সময় সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।

২. আপনি প্রতিদিন সকালে তুলসী গাছে ধূপ ও প্রদীপ দান করে ভক্তি ভরে পুজো করুন।

৩. রোজ তুলসী গাছের গোড়ায় জল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন। আপনি বাড়ির তুলসী গাছের সামনে খাঁটি ঘি দিয়ে ১ টি প্রদীপ জ্বালান। এতে অনেক সমস্যা কমে যাবে।

৪. ঘি এর প্রদীপ দেখিয়ে ৩ থেকে ৫ বার গাছটি প্রদক্ষিণ করুন। রোজ সন্ধ্যের পর তুলসী গাছ আর স্পর্শ করা যাবে না।

আরো পড়ুন :- রাশি অনুযায়ী ২০২১ সালে প্রেম জীবন ! দেখুন বিস্তারিত

৫. আর অবশ্যই বিশেষ কিছু তিথিতে একদম তুলসী পাতা তোলা যাবে না। বিশেষ করে একাদশী, সূর্যগ্রহণ এই সকল দিন গুলিতে কোনও ভাবেই তুলসী পাতা ছেঁড়া চলবে না। এতে বাড়িতে অমঙ্গল হতে পারে।

আপনি যদি সমস্যাতে জর্জরিত হন তাহলে এই সকল বিষয় মেনে চলুন আর ভক্তি ভরে ঠাকুরকে ডাকুন।

Highlights

1. জীবনের সব ক্ষেত্রে বাধা আসছে !

2. আপনি যদি সমস্যাতে জর্জরিত হন তাহলে এই সকল বিষয় মেনে চলুন

#Astro Tips #Horoscope

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন