জীবনে উন্নতি করতে জানুন বিবেকবাণী ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- জীবনে উন্নতি করতে জানুন বিবেকবাণী ! স্বামী বিবেকানন্দের বলে যাওয়া কথা বা অমুখ বাণী গুলি আজও যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করে। ১৮৯৩ খ্রিষ্টাব্দের বিশ্ব ধর্ম মহাসভায় ভারতবর্ষ ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন এই মহান সন্ন্যাসী স্বামীজী।

এক নজরে দেখুন বিবেকবাণী ——-

১. কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয় নি।

২. জীবনে কাজ করো নির্ভীক ভাবে। জীবনে এগিয়ে চলো সত্য ও ভালোবাসা নিয়ে।

৩. জীবনে সাহসী লোকেরা বড় বড় কাজ করতে পারে।

৪. মনে রাখবেন নিজের উপর বিশ্বাস না এলে কোনোদিন ঈশ্বরের উপর বিশ্বাস আসে না।

৫. জীবনে ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি আপনার জন্য অনেক বেশি শক্তিমান।

৬. আমরা নারীকে নিচ, অধম, মহা হেয়, অপবিত্র বলি। তার ফল এটাই আমরা পশু, উদ্যমহীন, দরিদ্র।

৭. তার কথায় ভারতীয় নারীদের যে রকম হওয়া উচিত, সীতা তার মধ্যে সব চেয়ে আদর্শ।

৮. যদি আমি বিশ্বাস করি যে, কিছু পাওয়ার উপযুক্ত তাহলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না।

আরো পড়ুন :- স্বামীজীর জীবনের কিছু অজানা কাহিনি ! বিস্তারিত পড়ুন

৯. যা পারো নিজে করে যাও, কারও ওপর আশা বা ভরসা কোনোটা কোরো না।

১১. মনে রাখবেন ভারতের জননীই আদর্শ নারী। মাতৃভাব জীবনের আদর্শ ও শেষ কথা।

১২. আমরা যেন জীবনে কাম, ক্রোধ, ও লোভের বন্ধন হইতে মুক্ত হই। তাহা হইলে আমরা সত্য লাভ করবো।

এই সকল বিবেকবাণী আমাদের জীবনকে আদর্শ ভাবে গড়ে তুলতে পারে।

Highlights

1. জীবনে উন্নতি করতে জানুন বিবেকবাণী ! 

2. বিবেকবাণী আমাদের জীবনকে আদর্শ ভাবে গড়ে তুলতে পারে

#Swamiji #Life

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন