Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- জীবনে জটিল সমস্যায় ভুগছেন ! কোনও গ্রহের জন্য আপনার জীবনে বাধার সৃষ্টি হচ্ছে তা জেনে নিন। জীবনের এই সমস্যাগুলোকে সহজ কাটিয়ে ওঠার জন্য জ্যোতিষ মতে নানা প্রতিকার আছে। কিন্তু কিছু ক্ষেত্রে রত্ন ধারণে কাটিয়ে ওঠা গেলেও সব ক্ষেত্রে তা সম্ভব না। অনেকের কাছে আর্থিক সঙ্গতি থাকে না। এমন কিছু ঘরোয়া নিয়ম আছে যাতে সহজেই আপনি সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন।
এক নজরে জেনে নেওয়া যাক নিয়ম গুলি ——
১. রাহু ও কেতুর সমস্যার সমাধানের জন্য আপনি দুঃস্থের সেবা করুন। বিপদে সকলের পাশে থাকুন। তাহলে সমস্যা কমবে।
২. শনির সমস্যা থাকলে তা কাটাতে প্রতি শনিবার করে শনি মন্দিরে গিয়ে পুজো দিন। মঙ্গলবার বা শনিবার করে হনুমান জীর পূজা করুন।
৩. বৃহস্পতির সমস্যা থাকলে নিরামিষ আহার বেশি পরিমানে গ্রহণ করুন। কোনও ধরনের মাংস খাওয়া চলবে না। হলুদ রং ব্যবহার করুন।
৪. বুধের প্রকোপ থেকে বাঁচতে খুব পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। সবুজ রং এর পোশাক ও সবুজ খাবার এর পরিমান বাড়াতে হবে।
৫. চন্দ্রের সমস্যা থাকলে ঠাণ্ডা খাবার খাওয়া যাবে না। কোনো জলাশয়ে স্নান করতে না নামাই ভালো না হলে বিপদের আশঙ্কা থাকে।
৬. মঙ্গল দোষ কাটাতে প্রতি মঙ্গল ও শনিবার বজরঙ্গবলীর পুজো ও মা দক্ষিনা কালী ঠাকুরের পুজো করতে হবে।
আরো পড়ুন :- জ্যোতিষ মতে চন্দ্র গ্রহ আপনার জীবনে কি প্রভাব রাখে জানুন
৭. শুক্রের দশা কাটাতে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মহিলাদের জন্য লম্বা চুল ও পুরুষদের মুখ ভর্তি দাঁড়ি রাখা চলবে না। দই অবশ্যই খেতে হবে।
৮. সূর্যের প্রকোপ থেকে রক্ষা পেতে প্রতিদিন সূর্য প্রণাম করা আবশ্যক।
এই সকল বিষয় মেনে চলুন দেখবেন অনেক ভালো থাকবেন।
Highlights
1. জীবনে জটিল সমস্যায় ভুগছেন !
2. এই সকল বিষয় মেনে চলুন দেখবেন অনেক ভালো থাকবেন
#Astro Tips #Horoscope