Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- জীবনে দুর্দশা থেকে মুক্তি চান ? রবি বা সূর্যের পূজা আমাদের জীবনে মানসিক শান্তি , প্রাণ শক্তি ও জীবনে সাফল্য বয়ে নিয়ে আসে। সনাতন হিন্দু ধর্মের শাস্ত্র অনুসারে, সূর্য হলো ঈশ্বর প্রত্যক্ষ এক দৃশ্যমান দেবতা। তবে রবিবার সূর্য দেবের উপাসনা করার নিয়ম কিছু রয়েছে। আর রোজ উদীয়মান সূর্য দেখা শুভ বিবেচনা করা হয় ও ভগবান সূর্যকে অর্ঘ্য অর্পণ করা আমাদের শাস্ত্রে পবিত্র বলে মনে করা হয়। প্রতি রবিবার সূর্য দেবের পুজো করলে জীবনের সব ইচ্ছা পূরণ হয়।
তাই মেনে চলুন কিছু নিয়ম। দেখুন এক নজরে ——
১. পুরান মতে প্রতি রবিবার ভগবান সূর্যদেবকে উপাসনা করার দিন। এই দিনে করা গঙ্গা স্নান , কিছু দান, বাড়িতে পুজো প্রভিতি জীবনে বেশি সুফল দেয়।
২. যদি সূর্যোদয়ের পূর্বে গঙ্গায় পূণ্যস্নান করতে চান। শাস্ত্র মতে বিশ্বাস করা হয় এই সময়ে পবিত্র স্নান করা একজন ব্যক্তিকে সমস্ত রকম রোগ থেকে মুক্তি দেয়। তিনি জীবনে সুস্বাস্থ্যের অধিকারী হন।
৩. রবিবার স্নানের পর সূর্যের দিকে মুখ করে একটি ঘিয়ের প্রদীপ ও কোনো লাল ফুল, কর্পূর ও ধূপ দিয়ে সূর্যের উপাসনা করা খুব ভালো ফল দেয়।
আরো পড়ুন :- বাড়িতে রাখুন পঞ্চমুখী হনুমানের ছবি ! কোনদিন অর্থাভাব হবে না
৪. সর্ব সময় আপনি সূর্যের উপাসনা করলে সূর্য আপনাকে সুস্বাস্থ্যের দীর্ঘায়ু ও সাফল্য প্রদান করেন বলে মনে করা হয়।
তাই মেনে চলুন এই সব নিয়ম গুলি আর ভালো থাকুন।
Highlights
1. জীবনে দুর্দশা থেকে মুক্তি চান ?
2. মেনে চলুন এই সব নিয়ম গুলি আর ভালো থাকুন
#Sun #Astro Tips