জীবনে সাফল্যের চূড়ায় উঠতে চান ? পালন করুন চাণক্য নীতি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : চাণক্য-কে ভারতের সেরা পণ্ডিতদের মধ্যে গণ্য হয়। বিভিন্ন বিষয়ে জ্ঞান ছিল প্রগাঢ়। চাণক্যের দর্শন এবং চাণক্যের শিক্ষা আমাদের জীবনে সফল হওয়ার অনুপ্রেরণা জোগায়। চাণক্য বিশ্বখ্যাত তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সামরিক বিজ্ঞান এবং কূটনীতি ছাড়াও সমাজ বিজ্ঞানের বিষয়ে গভীর ধারণা ছিল তাঁর। তার নীতি শত শত বছর পেরিয়ে যাওয়ার পরেও প্রাসঙ্গিক। প্রচুর সংখ্যক মানুষ চাণক্য নীতিতে লেখা জিনিস দিয়ে তাদের দিন শুরু করেন, আসুন চাণক্য নীতি —-

১. চাণক্যের মতে, আলস্য হল সাফল্যের সবচেয়ে বড় বাধা। অলসতা ছেড়ে দিতে হবে। জীবনে সফল হতে গেলে আলস্য ত্যাগ করতে হবে।

২. আজকের কাজ আগামীকাল নয়, আজকেই করুন। যারা এটি করেন না তারা দেরিতে সাফল্য পান। একই দিনে কাজ শেষ করা উচিত।

৩. চাণক্যের নীতি অনুসারে লোভই সমস্ত দুর্ভোগের প্রধাণ কারণ। লোভ থেকে মুক্ত হয়ে যাঁদের দিন শুরু হয় তাঁরা জীবনে কখনও হতাশ হন না।

৪. চাণক্যের মতে কোনও ব্যক্তির সবচেয়ে বড় শত্রু হল তার রাগ। এই রাগ সাফল্যের থেকে বহুগুণ পিছনে ঠেলে দেয়। অতএব রাগ সব সময় এড়ানো উচিত।

৫. চাণক্যের মতে, মিথ্যা বলার অভ্যাস একজন ব্যক্তিকে দুর্বল করে দেয়। যারা মিথ্যা বলে তাদের সত্যি কথাও পরবর্তীতে কেউ বিশ্বাস করে না। ভবিষ্যতে তাঁকে বহু সমস্যার সম্মুখীণ হতে হয়।

৬.  চাণক্যের নীতি অনুসারে, যারা সময়ের মূল্য জানেন তারা সময়ের গুরুত্ব জানেন। তবে যারা সময়ের গুরুত্বকে স্বীকৃতি দেয় না তারা সর্বদা সমস্যায় পড়ে।

৭.  চাণক্য নীতি অনুযায়ী অর্থ খুব সাবধানতার সঙ্গে ব্যবহার করা উচিত। অর্থহীন কাজে ব্যয় কখনোই করা উচিত নয়।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন