Bangla news dunia , অজয় দাস :- সাফল্য লাভ আপনার আমার যেকোনো কাজের প্রধান লক্ষ্য। তবে আমরা যেই কাজ সাফল্য লাভের জন্য করে থাকি কিন্তু সেই কাজের শেষে সাফল্যের বদলে ব্যর্থতাও আসতে পারে। তবে কাজের শুরুতে যদি আপনাকে কাজের ব্যর্থতা গ্রাস করে নেয় তাহলে সেই কাজকে করতে আপনি উৎসাহ হারিয়ে ফেলবেন। অতএব পরিণামে কি ঘটবে তা না ভেবেই কাজ করে যেতে হবে আপনাকে। তবে হ্যাঁ কাজের শুরুতে আপনাকে বুঝে নিতে হবে যে এই কাজে সাফল্য লাভের সম্ভাবনা কতটা। আর এই কাজের শেষে আপনি কি পেতে চলেছেন এই দুটো জিনিস আপনাকে সব সময় কাজের শুরুতেই মাথায় রাখতে হবে ও বুঝে নিতে হবে যে আপনি সফল হলে আপনি কি পেতে পারেন।
নিজের কর্ম ফলের কথা না ভেবেই যারা কাজ করে যান তারা তার কাজে নিজেকে উৎসর্গ করতে পারে। আর এক সময় দেখা যায় নিজেকেই উৎসর্গ করার ফলে সেই কাজে সেই ব্যাক্তি সাফল্য লাভ করে। এর জন্যই গীতায় বলা হয়েছে ” নিষ্কাম কর্মে ” ।
আরও পড়ুন :- চাণক্য নীতি : ধন-সম্পদের থেকেও এই তিন জিনিস অধিক মূল্যবান
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা কিছুটা কমলেও ঢিলেমি দেবেন না । এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- চানক্য নীতি : এই প্রকার লোকেদের জীবনে আর্থিক সমস্যা লেগেই থাকে