জীবনে সাফল্য পেতে চান ? মেনে চলুন চানক্য নীতি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত যার আবির্ভাব খ্রিস্টপূর্ব ৩৭০-২৮৩ অব্দে। ইতিহাসে পরিচিত চাণক্য নামে। প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ, দার্শনিক ও রাজ-উপদেষ্টা ছিলেন। তাঁর অর্থশাস্ত্র নামক গ্রন্থে সমাজ, রাজনীতি, জীবন বিষয়ক বাণী বা উক্তিগুলো রয়েছে সেগুলির প্রাসঙ্গিকতা আজও সমধিক। রাষ্ট্রবিজ্ঞানে চাণক্যের পাণ্ডিত্যের জন্য তাঁকে ভারতের মেকিয়াভেলি বলা হয়। প্রাচীন তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও রাষ্ট্রনীতির অধ্যাপক চাণক্য পরবর্তীকালে মৌর্য্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য্যের উত্থানে প্রধান ভূমিকা পালন করেন। দেখে নিই কৌটিল্য চাণক্যের বিখ্যাত উক্তি ও নীতি বাণী গুলি —–

১. যারা পরিশ্রমী, তাদের জন্যে কোনকিছু জয় করা অসাধ্য কিছু নয়। শিক্ষিত কোন ব্যক্তির জন্যে কোন দেশই বিদেশ নয়।

২. .“সদগুণ সম্পন্ন একজন পুত্র, অযোগ্য শত শত পুত্রের চেয়ে অনেক শ্রেয়। একটিমাত্র চাঁদই কিন্তু আকাশের সমস্ত অন্ধকারকে দূর করতে পারে।“

৩.“দুর্জন ব্যক্তি বিদ্যান হলেও তাকে এড়িয়ে চলা উচিত,কারন মণিভূষিত বিষাক্ত সাপও অধিক ভয়ঙ্কর হয়ে থাকে।“

diana collage

৪.”সাপ নিষ্ঠুর খলও নিষ্ঠুর, সাপের চেয়ে খল বেশি নিষ্ঠুর। সাপকে মন্ত্র বা ওষধি দিয়ে বশ করা যায়, কিন্তু খলকে কে বশ করতে পারে ?

৫.”পুত্রকে যারা পড়ান না , সেই সব পিতামাতা তার শত্রু।

৬.”৫ বছর বয়স অবধি পুত্রদের লালন করবে,
দশ বছর অবধি চালনা করবে , ষোল বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মত আচরণ করবে।“

৭.”উৎসবে,বিপদে,দুর্ভিক্ষে,শত্রুর সঙ্গে সংগ্রামকালে এবং শ্মশানে যে সঙ্গে থাকে ,সেই প্রকৃত বন্ধু।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন