জীবনে স্বাচ্ছন্দ্য বজায় রাখতে এই রাশির মানুষরা অবশ্যই পড়ুন সোনার আংটি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- জ্যোতিষশাস্ত্রে প্রতিটি ধাতুর বিশেষ তাৎপর্য বর্ণনা করা রয়েছে। হিরে কিছু মানুষের জন্য শুভ আবার কিছু মানুষের জন্য সোনা বা রুপো শুভ প্রমাণিত হয়। প্রতিটি ধাতুর মানুষের জীবনে বিভিন্ন প্রভাব রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে , সোনা পরা উপকারী বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে অনামিকা আঙুলে সোনার আংটি পরলে একজন ব্যক্তি সন্তানের সুখে আসা বাধা থেকে মুক্তি পান। এরই পাশাপাশি অর্থলাভ ও কর্মজীবনে অগ্রগতি হয়ে থাকে।

আরো পড়ুন :- এই মাসে তৈরি হওয়া বুধাদিত্য যোগের ফলে এই রাশি গুলির মানুষদের আর্থিক উন্নতি ঘটবে

বৃহস্পতি গ্রহে সোনার প্রভাব রয়েছে। আর বৃহস্পতিকে অর্থের সাথে যুক্ত করে দেখা হয়। এমন অবস্থায় এই ধাতু পরলে এই গ্রহ প্রসন্ন হয়, যার ফলে ব্যক্তির আর্থিক অবস্থার উন্নতি ঘটে। সোনা পরার অনেক উপকারিতা থাকলেও কিছু অসুবিধাও রয়েছে। তবে জেনে নিন কোন কোন রাশির জাতক-জাতিকাদের সোনার আংটি পরা শুভ বলে মনে করা হয়।

 

susanto sastri

 

সিংহ রাশি : – এই রাশির মানুষদের জন্য সোনার আংটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে, লিও হল আগুনের উপাদানের চিহ্ন এবং সূর্য দ্বারা শাসিত হয়। তাই এই রাশির মানুষদের জন্য সোনার আংটি পরা শুভ বলে মনে করা হয়।

কন্যা রাশি :- কন্যা রাশির মানুষরা আনন্দে ভরপুর জীবন পছন্দ করেন। এই  রাশির জাতক-জাতিকারা সোনার আংটি, সোনার চেন বা যেকোনো সোনার অলংকার পরতে পারেন। এই রাশির জন্য সোনা খুবই শুভ।

তুলা রাশি :- এই রাশির মানুষদের জন্যও সোনা শুভ বলে মনে করা হয়। জ্যোতিষ শাস্ত্র মতে, একটি সোনার আংটি এই  রাশির জাতক – জাতিকাদের ভাগ্যবান করে তুলতে পারে। এই রাশির অধিপতি হলেন শুক্র। শুক্র গ্রহের জন্য সোনাকে উপকারী বলে মনে করা হয়।

মীন রাশি :- জ্যোতিষ শাস্ত্র মতে এই রাশির মানুষদের জন্য সোনা পরা উপকারী।  সোনা পড়া এই রাশির জাতক – জাতিকাদের জন্য শুভ হয়ে থাকে। জীবনের নানান  প্রতিবন্ধকতা দূর করতে সোনা পড়তে পারেন এই রাশির মানুষরা।

আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে

তবে কোন আঙুলে সোনার আংটি পরা উচিত আর কোন আঙুলে সোনার আংটি পরা উচিত নয় জানুন 

১. বাম হাতে সোনার আংটি পরা উচিত নয়। এটাকে অশুভ মনে করা হয়। তাই কখনোই বাম হাতে সোনার আংটি পড়বেন না।

২. অনামিকা আঙুলে সোনার আংটি পরলে সন্তান সুখ লাভ হয়। কনিষ্ঠা আঙুলে সোনা পরলে ঠান্ডা বা শ্বাসকষ্টের রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

৩. আপনি যদি পোখরাজ রত্ন পাথরের সাথে সোনার আংটি পরে থাকেন তবে আপনি পোখরাজ রত্ন তর্জনীতে পরতে পারেন।

৪. হাতের তর্জনী আঙুলে সোনার আংটি পরলে একাগ্রতা বৃদ্ধি পায় এবং রাজ যোগ সাধনে সাহায্য হয়।

আরো পড়ুন :– রাহু-কেতুর রাখাপ প্রভাব দূর করতে করুন এই কাজ

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন