Bangla News Dunia , Pallab : দিনের পর দিন মানুষ ডিজিটাল লেনদেনের প্রতি ঝোঁক বাড়াচ্ছে। হ্যাঁ, এখন যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে মাত্র কয়েক ক্লিকেই হয়ে যাচ্ছে পেমেন্ট। এখন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে ইউপিআই (UPI)। আর এই অভিজ্ঞতাকে আরো উন্নত করতে ১৬ই জুন, ২০২৫ থেকে ইউপিআই পরিষেবায় আসছে বড়সড় পরিবর্তন।
আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ
সম্প্রতি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইউপিআই পরিষেবার আরও উন্নতির জন্য ২ টি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, ব্যবহারকারীদের লেনদেনের অভিজ্ঞতা আরও দ্রুত এবং নিরাপদ করে তোলার জন্য তারা বড়সড় কিছু পদক্ষেপ নিচ্ছে।
ইউপিআইতে কী বদল আসছে?
এই নতুন নিয়ম অনুযায়ী এবার ইউপিআই লেনদেনে ফাংশনাল টাইম কার্যকর করা হচ্ছে। আগে যেখানে লেনদেন কনফার্ম হতে ৩০ সেকেন্ড সময় লাগতো, এখন মাত্র ১০ সেকেন্ডেই লেনদেন সফল হয়ে যাবে বা ব্যর্থ হওয়ার নিশ্চিত বার্তা আমাদের সামনে চলে আসবে। এর পাশাপাশি যদি কোন ভুল ত্রুটি হয়, তা চিহ্নিত করে ডেবিট বা ক্রেডিট রিভার্সাল করার কাজও আগের তুলনায় ৭৫ শতাংশ কম সময়ে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ফাংশনাল টাইম কী?
ফাংশনাল টাইম হলো সেই সময়, যখন আপনি আপনার ফোনে ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য ক্লিক করেন এবং সেই মুহূর্ত থেকে শুরু করে টাকা সফলভাবে পাঠানো হয়েছে কিনা বা ব্যর্থ হয়েছে কিনা তার বার্তা আসা পর্যন্ত সময়। এই সময় যত কম হবে, তত অভিজ্ঞতা দ্রুত এবং নির্ভুল হবে।
আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়