Bangla News Dunia, দীনেশ :- জুন ২০২৫ এর শুরুতেই রান্নার গ্যাসের (LPG Gas Price) দাম কমানোর ঘোষণা করেছে তেল বিপণন সংস্থা গুলি। দেশে জ্বালানির মূল্য বৃদ্ধির চাপের মাঝে এই মূল্য হ্রাস অনেকটা স্বস্তি এনে দিয়েছে সাধারণ মানুষ ও মধ্যবিত্তদের জন্য। পশ্চিমবঙ্গ সহ দেশের বেশির ভাগ রাজ্যেই এই দাম কমার প্রভাব পড়েছে। চলুন জেনে নেওয়া যাক জুন মাসে রান্নার গ্যাসের নতুন দাম কত হল এবং এই পরিবর্তনের কারণ কী (Liquefied Petroleum Gas).
LPG Gas Price in June 2025
মুলত ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমিয়ে দেওয়া হয়েছে আর বাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম এখনো কমানো হয়নি। ২৫.৫০ টাকা দাম কমানো হয়েছে এই বাণিজ্যিক গ্যাসের এবং এর ফলে কিছুটা হলেও স্বস্তি পাবে হোটেল ও রেস্টুরেন্ট এর মালিকেরা এবং পরোক্ষ ভাবে সুবিধা হবে সকল গ্রাহকদের যারা বাইরে গিয়ে খাবার ক্ষেতে পছন্দ করেন।
দিল্লিতে প্রতিটি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ১,৭২৩.৫ টাকা। কলকাতায় সেই সিলিন্ডার কিনতে ১,৮২৬ টাকা খরচ হবে। মুম্বই এবং চেন্নাইয়ে খরচ ১,৬৭৪.৫ টাকা এবং ১,৮৮১ টাকা। এটি শহর ভিত্তিক দামের পরিবর্তন হলেও পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে এই দাম একই রকম প্রযোজ্য হবে।
আরও পড়ুন:- ক্যানসারের চিকিৎসায় বাঙালি বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার। আরও সহজ হবে চিকিৎসা ?
কোন কোন কারণ রয়েছে LPG দাম কমার পেছনে?
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস, কেন্দ্রীয় সরকারের ট্যাক্স রিলিফ, চাহিদা ও জোগানের ভার সাম্য, এই কারণে জুন মাসে রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন তেল বিপণন সংস্থার আধিকারিকরা। এই নতুন LPG Gas Price প্রযোজ্য হবে সাধারণ গ্রাহকদের জন্য, যারা সাবসিডি ছাড়াই গ্যাস সিলিন্ডার কিনে থাকেন। তবে যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় রয়েছেন, তাদের জন্য বাড়তি ভর্তুকি থাকছে।
ভর্তুকি প্রাপ্ত গ্রাহকরা পাবেন, ১২টি সিলিন্ডার পর্যন্ত বছরে ভর্তুকি, প্রত্যেক সিলিন্ডারে ২০০ পর্যন্ত ছাড়, এই দামের হ্রাসের ফলে বহু পরিবারে মাসিক ব্যয়ে সাশ্রয় হবে। মাসিক রান্নার খরচ কমবে, হোটেল ও ছোট খাবারের দোকান গুলিতে লাভ বাড়বে, মধ্যবিত্ত পরিবারের বাজেট কিছুটা হালকা হবে বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক মাস আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলে গ্যাসের দামেও খুব বেশি পরিবর্তন হবে না। তবে সরকারীয় নীতির উপর অনেক কিছু নির্ভর করবে।
আরও পড়ুন:- কলকাতার রেড রোডে ঈদের জমায়েত বন্ধ ? জানতে বিস্তারিত পড়ুন
উপসংহার
জুন মাসে রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) হ্রাস সাধারণ মানুষের জন্য বড় সুখবর। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির জন্য এটি একটি স্বস্তির বার্তা। তাই যারা নিয়মিত সিলিন্ডার ব্যবহার করেন, তাদের জন্য এটি মাসের শুরুতেই ইতিবাচক খবর। ভবিষ্যতে এমন স্বস্তির ঘোষণা যেন আরও আসে, সেটাই প্রত্যাশা।