Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জুন মাসে একাধিক গুরুত্বপূর্ণ গ্রহ রাশি পরিবর্তন করবে। যার ফলে সমস্ত রাশির জীবন প্রভাবিত হবে। জুনের এই গ্রহ গোচর সমগ্র জনজীবন, দেশ-রাজ্যের রাজনীতিতে শুভ-অশুভ প্রভাব বিস্তার করবে। কিছু কিছু রাশির মানুষেরা সমস্যায় জড়াবেন। কিন্তু ৫ রাশির মানুষের লাভের প্রবল যোগ রয়েছে। উন্নতির নতুন সুযোগ পাবেন এরা। জুনের এই গ্রহগোচর কোন কোন রাশির পক্ষে লাভজনক, তা জেনে নিন —
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
মেষ রাশি — তিন গ্রহের রাশি পরিবর্তন ও শনির বক্রী দশার শুভ ফলাফল পাবেন মেষ রাশির জাতকরা। এই মাসে চাকরিজীবীদের উন্নতির প্রবল যোগ রয়েছে। পরিবারে কোনও নতুন অতিথি আগমনের ফলে সকলের মনে আনন্দ জাগবে। ভাই-বোনের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে। কাজেও তাঁদের সমর্থন পাবেন। গ্রহের শুভ প্রভাবের কারণে বিচক্ষণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হবে।
মিথুন রাশি —- জুনের গ্রহ গোচর মিথুন রাশির মানুষের লাভ প্রদান করবে। ছাত্রছাত্রীরা একাগ্রতার সঙ্গে পড়াশোনা করলে ভালো ফল করতে পারবেন। সূর্যের আশীর্বাদে এ মাসে ভাগ্যের সঙ্গ পাবেন। আবার যে ফলাফলের অপেক্ষায় ছিলেন, এই মাসে তা-ও পেতে পারেন। অর্থ সঞ্চয় করতে সফল হবেন। অর্থ উপার্জনে অধিক মনোনিবেশ করবেন। বুধের আশীর্বাদে পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে।
কন্যা রাশি — কন্যা রাশির মানুষেরা ভাগ্যের সঙ্গ পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। আবার জীবনসঙ্গীর সঙ্গে বাইরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এই সময়কালে লগ্নি করে থাকলে তা থেকে ভালো মুনাফা ভোগ করতে পারবেন। জমি-বাড়ি ক্রয়ের ইচ্ছা থাকলে, এ সময়ে তা-ও পূর্ণ হবে। কন্যা রাশির চাকরিজীবী জাতকরা জুন মাসে আধিকারিক ও সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন।
তুলা রাশি — জুনের গ্রহগোচর তুলা রাশির মানুষের বড়সড় লাভ প্রদান করবে। আপনাদের ব্যবসা বৃদ্ধি হবে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। কোথাও টাকা আটকে থাকলে এই মাসে খোঁজখবর করে নিন, সেই টাকা ফিরেও পেতে পারেন। পারিবারিক জীবনে বুধ ও মঙ্গলের শুভ প্রভাবে সম্পর্কে সামঞ্জস্য দেখা যাবে। পারস্পরিক সম্পর্ক আগের চেয়েও মজবুত হবে। সন্তানের উন্নতিতে মন প্রসন্ন হবে।
মকর রাশি — জুন মাসে গুরুত্বপূর্ণ গ্রহের রাশি পরিবর্তন মকর রাশির জীবনে অনুকূল প্রভাব বিস্তার করবে। এ সময়ে কর্মক্ষেত্রে উন্নতির নতুন সুযোগ পাবেন। এই সুযোগের সদ্ব্যবহার করুন। বিভিন্ন উৎস থেকে অর্থ লাভ করতে থাকবেন এই রাশির জাতকরা। লগ্নি করলেও লাভবান হবেন। জীবনসঙ্গীর সঙ্গে মধুর সম্পর্ক গড়ে উঠবে।
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
আরো পড়ুন :- রাশি পরিবর্তন করছে বুধ ! ভাগ্য খুলবে ৩টি রাশির
আরো পড়ুন :- জানুন কোন রাশির দাম্পত্য ও প্রেম জীবনে সুখ আসবে ? আর কাদের প্রেম ও সংসার তেমন সুখের হবে না?
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)