জুন মাসে সস্তা হতে পারে LPG গ্যাস ! সাধারণ মানুষকে বড় উপহার দেওয়ার প্রস্তুতি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : জ্বালানির ক্রমবর্ধমান দামের মধ্যে স্বস্তির হাওয়া। জুন মাসে সাধারণ মানুষের জন্য বড় সুখবর আনতে পারে পেট্রোলিয়াম কোম্পানিগুলি। সূত্রের খবর অনুযায়ী, ১ জুন ২০২৫ তারিখে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমতে পারে, যা মধ্যবিত্ত পরিবারের জন্য এক বিশাল স্বস্তির খবর।

আরও পড়ুন : বাজারে আসছে নয়া ২০ টাকার নোট ! আগের গুলো কি বাতিল হচ্ছে ?

মে মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল

চলতি বছরের ১ মে তারিখে ভারতে একাধিক শহরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। এই ঘোষণার পর গ্রাহকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এবার এমন সম্ভাবনা তৈরি হয়েছে যে, এলপিজি রান্নার গ্যাসের দামেও পরিবর্তন আসতে পারে জুন মাসে

যদিও এখনো পর্যন্ত কোনও সরকারি ঘোষণা বা বিবৃতি পেট্রোলিয়াম কোম্পানির তরফ থেকে পাওয়া যায়নি, কিন্তু বিভিন্ন মিডিয়া রিপোর্টের দাবি অনুযায়ী, মূল্যহ্রাসের সম্ভাবনা প্রবল।

বিভিন্ন শহরে বর্তমান এলপিজি সিলিন্ডারের দাম (মে ২০২৫ অনুযায়ী)

শহরের নাম বর্তমান দাম (১৪.২ কেজি এলপিজি)
দিল্লি ₹৮৫৩
মুম্বই ₹৮৫২.৫০
বেঙ্গালুরু ₹৮৫৫.৫০
হায়দরাবাদ ₹৯০৫
পুনে ₹৮৫৬

 

বর্তমানে দেশের বিভিন্ন শহরে এলপিজি সিলিন্ডারের দাম ₹৮৫০-₹৯১০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। এই অবস্থায়, যদি জুন মাসে দাম কমে, তাহলে সাধারণ মানুষের রান্নার খরচ কিছুটা হলেও কমবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন