জুন মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ! একনজরে দেখে নিন ছুটির তালিকা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- জুন মাসের শুরুতেই পড়েছে উৎসবের মরসুম। হ্যাঁ, কোথাও ইদের আনন্দ, আবার কোথাও রথযাত্রার আয়োজন। আর এসবের প্রভাব পড়তে চলেছে ব্যাংকের (Bank Holiday) পরিষেবায়। ভারতীয় রিজার্ভ ব্যাংক ইতিমধ্যেই জুন মাসের ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করে দিয়েছে। আর সেখানে দেখা যাচ্ছে জুন মাসে মোট ১২ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে হ্যাঁ, বিভিন্ন উৎসব ও সাপ্তাহিক ছুটির কারণেই এই ব্যাংকের ছুটি।

আরও পড়ুন:- ‘গুলির বদলে গোলা ছুড়ব’, পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি মোদির। আর কি বললেন ?

তবে না, চিন্তার কিছু নেই। এই ছুটিগুলি রাজ্যভিত্তিক এবং ব্যাংকগুলোর শাখা অনুযায়ী ভিন্ন ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, সমস্ত রাজ্যে একদিনে ছুটি থাকছে না। আর এটিএম, অনলাইন ব্যাংকিং বা ইউপিআই পরিষেবা ঠিক আগের মতই চালু থাকবে। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক, জুন মাসের ছুটির তালিকা।

আরও পড়ুন:- শুধু চাল, ডাল অতীত! Ration Card থাকলে প্রতিমাসে পাবেন 1000 টাকা।

জুন মাসের ছুটির তালিকা

  • ১ জুন, রবিবার এদিন সাপ্তাহিক ছুটি উপলক্ষে গোটা দেশে ব্যাংক বন্ধ থাকবে।
  • ৬ জুন, শুক্রবার কেরলে বকরি ইদ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। 
  • ৭ জুন, শনিবার বিভিন্ন রাজ্যে বকরি ইদের জন্য ব্যাংক বন্ধ থাকবে। 
  • ২৮ জুন, রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে গোটা দেশে ব্যাংক বন্ধ থাকবে। 
  • ১১ জুন, বুধবার সিকিম এবং হিমাচলে সন্তগুরু কবীর জয়ন্তী / সাগা দাবা উপলক্ষে ওই রাজ্যগুলোতে ব্যাংক বন্ধ থাকবে। 
  • ১৪ জুন, শনিবার মাসের দ্বিতীয় শনিবার উপলক্ষে গোটা দেশে ব্যাংক বন্ধ থাকবে। 
  • ১৫ জুন, রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে গোটা দেশে ব্যাংক বন্ধ থাকবে। 
  • ২২ জুন, রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে গোটা দেশে ব্যাংক বন্ধ থাকবে। 
  • ২৭ জুন, শুক্রবার উড়িষ্যা এবং মণিপুরে রথযাত্রা ও কাঙ্গ দিবস উপলক্ষে ছুটি থাকবে। 
  • ২৮ জুন, শনিবার মাসের চতুর্থ শনিবার উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। 
  • ২৯ জুন, রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে গোটা দেশে ব্যাংক বন্ধ থাকবে। 
  • ৩০ জুন, সোমবার মিজোরামে রেমনানির ছুটি উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। 

আরও পড়ুন:- অপারেশন সিঁদুরে কি ভেঙে পড়েছিল ভারতের যুদ্ধবিমান? জানালেন CDS অনিল চৌহান

জানিয়ে রাখি, এই ছুটির তালিকা ভারতীয় রিজার্ভ ব্যাংকের দেওয়া নির্দেশিকা অনুযায়ী প্রকাশিত। আর বিভিন্ন রাজ্য অনুযায়ী ছুটি প্রযোজ্য হচ্ছে। তবে সব রাজ্যে একসঙ্গে ছুটি নয়। তবে হ্যাঁ, ব্যাংক বন্ধ থাকলেও চিন্তার কারণ নেই। এটিএম, অনলাইন ব্যাংকিং, ইউপিআই পরিষেবা আগের মতই চালু থাকবে।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন