Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর জুলাই মাসের জন্য ফ্রি রেশন সামগ্রীর (Free Ration Items) তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী, বিভিন্ন ধরনের রেশন কার্ড ধারীরা নির্দিষ্ট খাদ্য দ্রব্য বিনামূল্যে অথবা ভর্তুকি মূল্যে পেতে চলেছেন। এই সুবিধা গুলি মূলত NFSA এবং RKSY ক্যাটেগরির রেশন কার্ড (Ration Card) হোল্ডারদের জন্য প্রযোজ্য।
আরও পড়ুন : ছক্কা হাঁকালেন শুভেন্দু ! হেরে ভূত তৃণমূল
NFSA কার্ডধারীরা কি পাবেন?
NFSA (National Food Security Act) এর আওতায় থাকা Antyodaya Anna Yojana (AAY) এবং Priority Household (PHH) কার্ডধারীরা সম্পূর্ণ বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন। অন্ত্যদয় অন্ন যোজনা গ্রাহকরা ৩৫ কেজি চাল পাবে আর এছাড়া বাকি কার্ডের মানুষেরা প্রতি সদস্য প্রতি ৫ কেজি চাল (Rice) সম্পূর্ণ ফ্রি, প্রতি পরিবার প্রতি নির্দিষ্ট পরিমাণ গম (Wheat) – ফ্রি অথবা ভর্তুকিতে, এই খাদ্য পণ্য গুলি রাজ্যের সমস্ত ব্লকে সরকারি রেশন দোকান থেকে বিতরণ করা হবে।
RKSY কার্ডধারীদের জন্য কি সুবিধা?
RKSY-1 এবং RKSY-2, এই দুই ধরনের কার্ড ধারীরা তুলনামূলকভাবে কম দামে রেশন সামগ্রী পেয়ে থাকেন। তবে তারা ফ্রি রেশন পান না। সরকার এই ক্যাটেগরিকে ২ টাকায় চাল ও গম দেয়। প্রতি সদস্য প্রতি ৫ কেজি চাল, প্রতি সদস্য প্রতি ৫ কেজি গম, আর গম সকল কার্ড গ্রাহকেরা পাবে না।
BPL কার্ডধারীদের জন্য রেশন সুবিধা
যাদের BPL (Below Poverty Line) কার্ড রয়েছে, তারা মূলত NFSA ক্যাটেগরিতে পড়েন। সেক্ষেত্রে তাদের রেশন সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। জুলাই মাসে রেশন সামগ্রীর তালিকা সমস্ত ক্যাটেগরির জন্য – NFSA (AAY ও PHH) – চাল – ৫ কেজি প্রতি সদস্য, গম প্রযোজ্য হলে পরিবার পিছু নির্ধারিত, RKSY-1 ও RKSY-2 চাল – ৫ কেজি, AAY (Special Category) – চাল ও গম মিলিয়ে ৩৫ কেজি।