Bangla News Dunia, Pallab : কাশ্মীরে হিন্দু পর্যটক হত্যার প্রতিবাদে এবার রাজপথে নামল বিশ্ব হিন্দু পরিষদ। শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণবঙ্গ প্রান্তের তরফ থেকে আয়োজন করা হল প্রতিবাদ মিছিলের। বিভিন্ন জায়গা থেকে আসা সাধু, সন্ন্যাসীদের এদিনের মিছিলে যোগ দিতে দেখা যায়।
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
এদিন সকালে প্রথম জমায়েত হয় শিয়ালদহ স্টেশন চত্বরে। তারপর সেই মিছিল শিয়ালদহ ফ্লাইওভার ধরে তা এগিয়ে যায় কলেজ স্কোয়ারের দিকে। সেখানেও এদিন জমায়েত দেখা যায় বিশ্ব হিন্দু পরিষদের তরফে। কলেজ স্কোয়ারে এই শিয়ালদহের মিছিল পৌঁছানোর পর দু’টি মিছিল একযোগে ধর্মতলার উদ্দেশে এগিয়ে যাবে। এছাড়া হাওড়া ও বেহালা থেকে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা প্রতিবাদ মিছিলের ডাক দেন।
‘পাকিস্তানের দালালদের চামরা, গুটিয়ে নেব আমরা’, ‘হিন্দু হিন্দু ভাই’, এদিনের মিছিল থেকে একাধিক স্লোগানও উঠতে থাকে। ওরা যদি মনে করে হিন্দুদের সংগঠন দুর্বল, তাহলে ভুল করছে।”
আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?
আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান