জেনে নিন গণেশের বৈবাহিক জীবন সম্পর্কে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , অজয় দাস :-  সিদ্ধিদাতা গণেশের বউ হিসাবের আমরা যাকে জানি তিনি হলেন কলাবউ। আসলে কলাবউ হলেন গনেশের মা দেব দুর্গার রূপ৷ শিবপুরাণ অনুসারে, প্রজাপতি ব্রহ্মার দুই কন্যা ছিলেন সিদ্ধি ও বুদ্ধি ৷ যদিও এই নিয়ে রয়েছে মতভেদ। ব্রহ্মাদেবের এই দুই কন্যার সঙ্গে বিয়ে হয়েছিল গণেশের। এরপর গনেশের দুই সন্তানের জন্ম হয় ৷ সিদ্ধির গর্ভে ‘ক্ষেম’এবং বুদ্ধির গর্ভে’লাভ’। এই দুই পুত্র ছাড়াও গনেশের একটি কন্যা ছিল। এই কন্যার নাম হল ‘সন্তোষী মা’ ৷ শুধুমাত্র যে গনেশের স্ত্রী এবং সন্তানদের নাম নিয়ে মতভেদ রয়েছে তা নয় গনেশের স্ত্রী এবং সন্তান ছিল কি না তা নিয়েও রয়েছে মতভেদ ৷

আরো পড়ুন :- ৩০ বছর পর সোমবতী অমাবস্যায় তৈরি হচ্ছে বিশেষ যোগ, এই কাজের মাধ্যমে করুন দোষ মুক্তি

#shortnews

এইরকম আরো খবর পেতে দয়াকরে আমাদের চ্যানেল ফলো করুন 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন