জেনে নিন বাংলায় বসন্ত পঞ্চমীর ইতিহাস !

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- জেনে নিন বাংলায় বসন্ত পঞ্চমীর ইতিহাস ! হিন্দু শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো আয়োজিত হয়। তিথিটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের বাড়ি ও সর্বজনীন পূজামণ্ডপে দেবী সরস্বতীর পুজো করা হয়।

দেখুন কিছু বিষয় —–

১. ঊনবিংশ শতাব্দীতে পাঠ শালায় প্রতি মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির উপর তালপাতার তাড়ি ও ও দোয়াতকলম রেখে পুজো করার প্রথা ছিল।

২. গ্রামাঞ্চলে এই প্রথা বিংশ শতাব্দীতেও প্রচলিত ছিল। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে সরস্বতী পুজোর প্রচলন শুরু হয় বিংশ শতাব্দীর প্রথমার্ধে।

৩. বসন্ত পঞ্চমীর দিন সকালেই সরস্বতী পুজো সম্পন্ন করা যায়। সরস্বতীর পুজো সাধারণ পূজার নিয়মানুসারেই হয়।

৪. বিশেষ সামগ্রীর প্রয়োজন হয়। যেমন অভ্র , আবীর, আমের মুকুল, দোয়াত , কলম ও যবের শিষ লাগে।

৫. ছাত্র ছাত্রীদের পুজোর আগে কুল না খাওয়ার রীতি প্রচলিত। পুজোর দিন কিছু লেখাও নিষিদ্ধ। বাসন্তী রঙের গাঁদা ফুল ব্যবহার হয়।

আরো পড়ুন :- রবিবার সূর্য মন্ত্র পাঠ করুন ! মনে পাবেন শক্তি

৬.  ছোটোদের হাতেখড়ি দিয়ে পাঠ্য জীবন শুরু হয়। সেই দিন পুজোর শেষে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথা আছে।

৭. পুজোর পর চিড়ে ও দই মিশ্রিত করে দধিকর্মা নিবেদন করা হয়।

এই বছর বসন্ত পঞ্চমীর তিথি পড়ছে ১৬ই ফেব্রুয়ারি ভোর রাত ৩ টা বেজে ৩৬ মিনিট থেকে থাকবে ১৭ই  ফেব্রুয়ারি বুধবার ভোর ৫টা বেজে ৪৬ মিনিট পর্যন্ত।

Highlights

1. জেনে নিন বাংলায় বসন্ত পঞ্চমীর ইতিহাস !

#বসন্ত #পঞ্চমী

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন