Bangla News Dunia, দীনেশ : টাকা (Money) দিয়ে বানানো হচ্ছে চেয়ার! হ্যাঁ, সেই চেয়ারে মানুষজনই বসছে। আর সেটাই করে দেখিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। সাধারণত পুরনো, ছেড়া বা অচল নোট মানেই আমাদের কাছে বর্জ্য পদার্থ। আর এতদিন ধরে সেগুলোকে পুড়িয়ে ফেলা হতো বা নিচে পুঁতে রাখা হতো।
কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক এবার সেই নোটগুলিকে দিয়ে চেয়ার বানিয়ে ফেলেছে। হ্যাঁ, টাকার কার্ড দিয়ে তৈরি হতে পারে ঘরের চেয়ার, টেবিল বা অফিসের ইন্টেরিয়ার। এমনই অসাধ্য সাধন করে দেখালো আরবিআই।
আরো পড়ুন : আধার কার্ডের পর চালু হচ্ছে Digital ID Card. কী কী সুবিধা মিলবে? কিভাবে আবেদন ? জেনে নিন
কাগজের টাকার বদলে এখন কাঠের টাকা
রিজার্ভ ব্যাংকের ২০২৪-২৫ সালের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে যে, প্রতি বছর ভারতে প্রায় ১৫ হাজার টন অচল বা পুরনো নোট নষ্ট করে দেওয়া হয়। আর এতদিন এই নোটগুলি শুধুমাত্র বর্জ্য পদার্থ হিসেবেই পরিচিত ছিল। এই ভাবনাকে এবার সম্পূর্ণ বদলে দিচ্ছে রিজার্ভ ব্যাংক। তারা বলছে যে, পুরোনো টাকা ফেলে নয়, বরং ব্যবহার করেই ভবিষ্যৎ গড়া হবে।
টাকার কুঁচি দিয়ে তৈরি করা হচ্ছে কাঠ
রিজার্ভ ব্যাংক নতুন একটি প্রযুক্তি ব্যবহার করছে। যেখানে পুরনো নোট কেটে কেটে কুচি কুচি করে সেগুলিকে টাইটভাবে চেপে ব্লক তৈরি করা হচ্ছে। আর এরপর সেই ব্লগগুলোকে তাপ এবং চাপে প্রক্রিয়াকরণ করে তৈরি করা হচ্ছে প্লাইবোর্ড।
আর এই বোর্ড ব্যবহার করা যাবে ঘরের আলমারি, চেয়ার-টেবিল তৈরিতে বা অফিসের ওয়াল বা ইন্টেরিয়ার ডিজাইনিং-এ। এমনকি দেওয়াল পেইন্টিং এর কাজেও লাগবে।
আরও পড়ুন : বিমানঘাঁটি লক্ষ্য করে ব্রহ্মস ছুড়েছিল ভারত, মানলেন শরিফ
প্রযুক্তির পাশাপাশি পরিবেশ গঠনেও ভূমিকা
রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপ একদিকে যেমন পরিবেশ রক্ষায় সহায়ক, তেমনই অন্যদিকে অর্থনৈতিক দিক থেকেও লাভজনক। কারণ গাছ কেটে কাঠ সংগ্রহ করার আর দরকার পড়বে না। এমনকি বনভূমি বাঁচবে ও প্রাকৃতিক সম্পদের চাপ অনেকটাই কমবে। পাশাপাশি ব্যাংকগুলোর পুরনো নোট ধ্বংসের খরচ অনেকটাই কমে যাবে।
আরও পড়ুন:- ফ্রি-এর দিন শেষ! WhatsApp-এ মেসেজ পাঠাতে এবার দিতে হবে টাকা। নতুন নিয়ম জেনে নিন
আর এই প্রকল্পের সম্ভাবনা থেকে ইতিমধ্যে বিভিন্ন ফার্নিচার বা বোর্ড প্রস্তুতকারক সংস্থা আগ্রহ দেখাচ্ছে বলে খবর। রিজার্ভ ব্যাংক তাদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে। তবে শুধু আসবাবপত্র নয়, বরং ভবিষ্যতে টাকার কার্ড ব্যবহার করে নির্মাণ সামগ্রী, শিল্প জাতীয় উপাদান তৈরীর ক্ষেত্রেও কাজে লাগানো হতে পারে।
আর এই পদক্ষেপ একবার সফল হলে ভারতে বিশ্বের একমাত্র দেশ হবে, যারা পুরনো নোট থেকে পরিবেশবান্ধব কাঠের বিকল্প বানিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। আর এটি আন্তর্জাতিক ক্ষেত্রেও বিরাট প্রভাব ফেলতে পারে। এখন দেখার রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপ ভবিষ্যতে কতদূর এগোয়।