টাকা সঞ্চয় করতে পারছেন না ? দেখুন কিছু টিপস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- টাকা সঞ্চয় করতে পারছেন না ? আপনি কি হিমশিম খাচ্ছেন কীভাবে টাকা জমানো শুরু করবেন ? কিন্তু কোন চিন্তাই নেই আপনি খুবই সহজ কিছু উপায় মেনে চলতে টাকা সঞ্চয় করতে পারবেন। ঠিক ভাবে অর্থ সঞ্চয় করতে গেলে খরচ করার সময় একটু সতর্ক হতে হয়। এছাড়া নানা কৌশল প্রয়োগ করা যেতে পারে। আপনি মেনে চলুন কিছু ছোট্ট ছোট্ট টিপস।

এক নজরে দেখুন ——

১. অধিকাংশ মানুষ চেষ্টা করলে প্রতি সপ্তাহে প্রায় ২৫০ থেকে ২৪০০ টাকা জমাতে করতে পারে। আপনি এখন থেকে জমানো শুরু করলে বছর শেষে  আপনার সুবিধা হবে। তবে ঝোঁকের বশে খরচ করা বন্ধ করুন।

২. মাসের প্রথমে আয়ের ছোট অংশ রাখুন জমানোর জন্য। আর প্রতিদিনের আয় থেকে ৫০ থেকে ১০০ বা২০০ টাকা বাচিয়ে রাখতে পারেন। সপ্তাহ শেষে তার হিসাব রাখুন। পরের সপ্তাহের পরিকল্পনা করুন।

৩. আপনি সপ্তাহের একটি দিন ঠিক করুন যেই দিন কোনো খরচ করবেন না।

৪. আপনি প্রতি মাসে টাকা পোস্ট অফিস, ব্যাঙ্কে বা ভালো কোনো প্রকল্পে টাকা জমান। চেষ্টা করুন কোনো ভালো বিমা শুরু করতে। এতে মাসে মাসে টাকা জমবে।

৫. বাড়িতে বা অল্প জায়গা থাকলে সবজি বাগান করুন। ছোট বাগান আপনার সবজি কেনার খরচ কমিয়ে দেবে।

আরো পড়ুন :- স্বামীজির কিছু বিখ্যাত উক্তি বদলে দেবে জীবন ! বিস্তারিত পড়ুন

৬. ক্রেডিট কার্ড সব সময় ঋণী করে রাখে। তাই খুব প্রয়োজন ছাড়া কার্ড ব্যবহার করবেন না।

৭. প্রতিদিন অফিসে ঘরের তৈরি খাবার  নিন এতে আপনার শরীর ভালো থাকবে ও টাকাও বাচবে।

এই সকল উপায় মেনে চলুন আর ভালো থাকুন।

Highlights

1. টাকা সঞ্চয় করতে পারছেন না ?

2. এই সকল উপায় মেনে চলুন আর ভালো থাকুন

#Money #Life

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন