টানা ৫ সেশনে দাম বেড়েছে, সোমবার অবশ্যই নজর রাখুন এই সব স্টকে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

today's top gainers in the share market

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে (৪ জুলাই) দেশের শেয়ার বাজারে ফিরেছে পজ়িটিভ ভাইব। কিন্তু তার আগের তিন দিন পতনের সাক্ষী ছিল দালাল স্ট্রিট। সব মিলিয়ে সপ্তাহের পাঁচ ট্রেডিং সেশনে সেনসেক্সের পয়েন্ট কমেছে ০.৭৪ শতাংশ।

বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকের পয়েন্ট কমলেও, বিএসই-এ এমন কয়েকটি স্টক রয়েছে যেগুলির দাম গত পাঁচ ট্রেডিং সেশনেই বেড়েছে। বাজারের পতনও সেই সমস্ত স্টকের বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। বিএসই৫০০-তে নথিভুক্ত এ রকম ১৮টি স্টকের দাম ধারাবাহিক ভাবে বেড়েছে। এ রকমই কয়েকটি স্টকের হদিশ দেওয়া হলো এই প্রতিবেদনে। বিশেষজ্ঞদের পরামর্শ, আগামী সপ্তাহে লগ্নির কথা ভাবলে অবশ্যই নজর রাখুন এই সমস্ত স্টকে।

আরও পড়ুন:- রাজ্যের মেয়েদের 25,000 টাকা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। জানুন কিভাবে আবেদন করতে হবে ?

আসাহি ইন্ডিয়া গ্লাস: কাচ সংক্রান্ত বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে এই সংস্থা। এই সংস্থার স্টকের দাম বেড়েছে শেষ পাঁচ ট্রেডিং সেশনে বেড়েছে ১৫.৫ শতাংশ। এই স্টকের দাম এখন ৮৪৮ টাকা।

লরাস ল্যাবস: বায়োটেকনোলজি নিয়ে কাজ করা এই স্টকের দাম হয়েছে ৭৭৬ টাকা। গত সপ্তাহে তা বেড়েছে ১০.৬ শতাংশ।

কামা হোল্ডিংস: এই ইনভেস্টমেন্ট কোম্পানির শেয়ারের দর গত সপ্তাহে বেড়েছে ৯.৫ শতাংশ। এখন এই স্টকের দাম ৩ হাজার ১৮০ টাকা।

বায়োকন: বেঙ্গালুরুর এই বায়োফার্মা কোম্পানির স্টকের দামও টানা পাঁচ দিন বেড়েছে। ৭.৪ শতাংশ বেড়ে এই স্টকের দাম হয়েছে ৩৮০ টাকা।

গ্লেনমার্ক ফার্মা: এই সংস্থার স্টকের দাম গত পাঁচ ট্রেডিং সেশনে বেড়েছে ৬.৯ শতাংশ। এই বৃদ্ধির জেরে এই স্টকের দাম বেড়েছে ১ হাজার ৮৩২ টাকা।

জিএমআর এয়ারপোর্টস: এই সংস্থার স্টকের দাম গত পাঁচ ট্রেডিং সেশনে বেড়েছে ৬.১ শতাংশ। এই স্টকের দাম এখন ৯০ টাকা।

গ্রেট ইন্ডিয়ান শিপিং কোম্পানি: এই সংস্থার স্টকের দাম গত পাঁচ ট্রেডিং সেশনে বেড়েছে ৬.১ শতাংশ। এর জেরে ওই স্টকের দাম হয়েছে ১ হাজার ৩৩ টাকা।

ডেটা প্যাটার্নস: এই সংস্থার স্টকও ভালো পারফর্ম করেছে শেষ পাঁচ ট্রেডিং সেশন। ৫.৬ শতাংশ বেড়ে এই স্টকের দাম হয়েছে ২ হাজার ৯৮৩ টাকা।

( Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- জুলাই মাসে ৫ রাশির ওপর শুক্রের কৃপা, রাতারাতি বড়লোক হওয়ার সম্ভাবনা আছে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন