Bangla News Dunia, Pallab : আমেরিকার টেক্সাসে ভয়াবহ হড়পায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১। এর মধ্যে রয়েছে ১৫ জন শিশুও। সামার ক্যাম্পে যোগ দিতে আসা পড়ুয়াদের মধ্যে এখনও নিখোঁজ ২৭ জন। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।
আরও পড়ুন : শাহী ইদগাহ বিবাদ মামলায় বড়সড় ধাক্কা খেল হিন্দু পক্ষ !
শুক্রবার থেকে ভারী বৃষ্টি হচ্ছে টেক্সাস প্রদেশে। ওই প্রদেশের দক্ষিণ-পশ্চিম দিকে গুয়াদালুপে নদীর হড়পায় ভেসে যান অনেকে। শনিবার জানা গিয়েছিল, ২৪ জনের দেহ উদ্ধার হয়েছে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যা। ভারতীয় সময় রবিবার সকাল পর্যন্ত অন্তত ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
সপ্তাহান্তের ছুটিতে কের কাউন্টিতে নদীর তীরে ছোটদের জন্য আয়োজন হয়েছিল সামার ক্যাম্পের। নদীর ধারে তাঁবুতে থাকছিল পড়ুয়ারা। জলের তোড়ে তাদের মধ্যে অনেকেই ভেসে যায়। ২৭ জন এখনও নিখোঁজ।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যুর খবরে, বিশেষ করে শিশুদের প্রাণহানির খবরে গভীরভাবে শোকাহত। আমেরিকা সরকার এবং শোকাহত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।’
প্রসঙ্গত, শুক্রবার ভারী বৃষ্টির ফলে গুয়াদালুপে নদীর জল হঠাৎ বেড়ে যায়। মাত্র ৪৫ মিনিটের মধ্যে ২৬ ফুট ফুলে ওঠে নদীর জল। ভেসে গিয়েছে বহু ঘরবাড়ি, গাড়ি।